বিনোদন প্রতিবেদক

  ১৪ জুন, ২০১৯

ব্যস্ত অহনা...

কিছুদিন আগে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। তবে ঈদের আগে বেশ কিছুটা সুস্থ হয়ে তিনি আবার অভিনয়ে ফিরেছেন। ঈদে তার অভিনীত বেশ কিছু নাটক-টেলিফিল্ম বিভিন্ন চ্যানেলে প্রচার হয়েছে। যেগুলোতে অহনার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। ঈদের মধ্যে পরিবারের সঙ্গে সময় কেটেছে। আবার সময় কেটেছে তার বিউটি সেলুন অহমিতেও। তবে ঈদের পর গতকালই অহনা মীর সাব্বিরের নির্দেশনায় ‘নোয়াশাল’ ধারাবাহিকে অভিনয়ের মধ্য দিয়ে কাজে ফিরলেন তিনি। শনিবার থেকে শুরু করবেন কোরবানির ঈদের কাজ। আল হাজেনের নির্দেশনায় সেদিন ঈদ নাটকের কাজ করবেন অহনা। আর এ নাটকে অভিনয়ের মধ্য দিয়েই কোরবানির ঈদের কাজ শুরু করবেন অহনা। গেল ঈদে মীর সাব্বিরের নির্দেশনায় এনটিভিতে প্রচারিত ‘মতলব’ নাটকে অভিনয় করে বেশ প্রশংসিত হন অহনা। তবে এর পাশাপাশি সরাজ দেবর রংবাজ নাটকে অভিনয় করেও বেশ আলোচনায় আসনে তিনি। মতলব নাটকে তার বিপরীতে ছিলেন মীর সাব্বির এবং রংবাজ নাটকে তার বিপরীতে ছিলেন আ খ ম হাসান। এ ছাড়া অহনা অভিনীত বেশ কিছু নাটক প্রচারিত হয়েছে। এগুলোর মধ্যে আলোচনায় এসেছে কায়সার আহমেদের ঈদ ধারাবাহিক ‘প্রেমের দুষ্টচক্র’, এস এম শাহীনের ঈদ ধারাবাহিক ‘আয়নামতি’ ও আকাশ রঞ্জনের ঈদ ধারাবাহিক ‘ওভার স্মার্ট’। মূলকথা অহনা গেল ঈদে যতগুলো নাটকে অভিনয় করেছেন প্রতিটি নাটকই দর্শকপ্রিয়তা পেয়েছে।

অহনা বলেন, ‘আমার জীবনের ওপর দিয়ে কিছুদিন আগে যে বিপদ গেল আল্লাহর রহমতে সবার দোয়ায় আমি সুস্থ হয়ে আবার কাজে ফিরেছি। কাজ করছি, এটাই অনেক। যে দুর্ঘটনা ঘটেছিল, তা যদি আরো একটু বেশি ক্ষতির হতো তা হলে হয়তো পৃথিবীতে বেঁচে থাকাই হতো না আমার। তার পরও এখন যে আবার নিয়মিত কাজ করতে পারছিÑ এটাই অনেক অনেক শুকরিয়া মহান আল্লাহর কাছে। সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আর নির্মাতাদের প্রতি আমি কৃতজ্ঞ যে, তারা আমাকে নিয়ে নিয়মিত এখন কাজ করছেন। তাদের কারণেই আরো বেশি বেশি কাজ করার উৎসাহ পাচ্ছি।’ এদিকে আগামী ২৩ জুন দুটি নাটকের কাজে দেশের বাইরে যাওয়ার কথা রয়েছে অহনার। নাটক দুটি নির্মাণ

করবেন মেহেদী হাসান হৃদয়। ফরিদুল হাসানের নির্দেশনায় অহনা নিয়মিত

অভিনয় করছেন ‘লাকি থার্টিন’ ধারাবাহিকে। নাটকটি নিয়মিত আরটিভিতে

প্রচার হচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close