বিনোদন প্রতিবেদক

  ০৫ ফেব্রুয়ারি, ২০১৯

নিজ জেলা মাতিয়ে এলেন লিজা

এ সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী সানিয়া সুলতানা লিজা। জন্ম ময়মনসিংহে হওয়ায় দেশের অন্য কোনো জেলায় গান গাওয়ার চেয়ে নিজের জেলাতে সংগীত পরিবেশন করতে একটু বেশিই প্রাধান্য দেন তিনি। ২০০৮ সালের ক্লোজআপ ওয়ান ‘তোমাকেই খুঁজছে’-এর চ্যাম্পিয়ন লিজা দেখতে দেখতে পেশাগতভাবে সংগীত জীবনের এক দশক পার করেছেন। তবে তিনি ভুলে যাননি তার সংগীত জীবনের নেপথ্যে এলাকাবাসীর অবদানের কথা। তাই সব সময়ই তিনি তার পথচলায় এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। গেল ৩ ফেব্রুয়ারি ছিল ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে নবীনবরণ ও বরেণ্য বুদ্ধিজীবীদের সংবর্ধনা অনুষ্ঠান। সেখানে নবীনদের বরণ করে নেওয়ার পাশাপাশি কলেজেরই প্রাক্তন শিক্ষক যতীন সরকার, মুহম্মদ রিয়াজুল ইসলাম ও গোলাম সামদানী কোরায়শীকে (মরণোত্তর) বুদ্ধিজীবী সম্মাননা প্রদান করা হয়। তারা তিনজনই এ কলেজের বাংলা বিভাগের শিক্ষক ছিলেন। নবীনবরণ ও বুদ্ধিজীবী সম্মাননা প্রদানের পর আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। এতে সংগীত পরিবেশন করেন ময়মনসিংহের গর্ব সানিয়া সুলতানা লিজা। এদিন রাত ১০টায় মঞ্চে উঠেন লিজা। শুরুতেই তিনি তার প্রথম মৌলিক গান ‘ভুল করে যদি কখনো’ গানটি পরিবেশন করার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা আনন্দে মেতে উঠেন। এরপর তিনি একে একে অনেক সাধনার পরে আমি, আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলারে, আমি ডানা কাটা পরী, বন্ধু তুই লোকাল বাস, রূপ সাগরে ঝলক মারিয়া এবং সবশেষে তার অনেক জনপ্রিয় গান পাগলী সুরাইয়া পরিবেশন করেন। গানের ফাঁকে ফাঁকে এলাকার শিক্ষার্থীদের সঙ্গে নানা কথায়ও মেতে উঠেন লিজা। লিজা বলেন, ‘আমি সবসময়ই গান গাইতে ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করি, নিজের ভেতর গর্ববোধ করি আমার এলাকার মানুষের সামনে। মহান আল্লাহর অশেষ রহমতে, আমার বাবা-মা, আমার ওস্তাদ, আমার শিক্ষক এবং সর্বোপরি আমার এলাকার মানুষদের সহযোগিতায় আমি আজকের লিজাতে পরিণত হয়েছি। তাই ময়মনসিংহের প্রতি সবসময়ই আমার অন্যরকম টান, অন্যরকম ভালোবাসা অনুভব করি। এটা সত্যিই ভাষায় প্রকাশের নয়।’ এদিকে আগামী ভালোবাসা দিবসে লিজা তার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করতে যাচ্ছেন ড. শোয়েব আহমেদের কথায় ও নকীব খানের সুর সংগীতে ‘ওগো পূর্ণিমা চাঁদ’ গানটি। এর মিউজিক ভিডিওর শুটিং হবে আগামী ১১ ফেব্রুয়ারি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close