বিনোদন প্রতিবেদক

  ১৯ জানুয়ারি, ২০১৯

মধুমিতায় সিনেমা সপ্তাহ

দেশের ঐতিহ্যবাহী সিনেমা হল মধুমিতায় শুরু হয়েছে সাত দিনব্যাপী সিনেমা সপ্তাহ। আয়োজনে রয়েছে ‘মধুমিতা মুভিজ’। চলবে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত। সাত দিনে দেখানো হবে সাতটি দর্শকপ্রিয় পুরনো সিনেমা। এ প্রসঙ্গে মধুমিতা সিনেমা হলের মালিক ইফতেখার উদ্দিন নওশাদ জানান, সিনেমা হল বাঁচাতে পুরনো দিনের ছবি চালানোর উদ্যোগ নিয়েছেন তারা। এ আয়োজনে গতকাল শুক্রবার প্রথম দিনে দেখানো হয়েছে ‘নিশান’ ছবিটি। প্রয়াত ইবনে মিজানের পরিচালনায় এবং মধুমিতা মুভিজের প্রযোজনায় এটি মুক্তি পেয়েছিল ১৯৮৪ সালে। আজ ১৯ জানুয়ারি দেখানো হবে ফারুক ও কবরী জুটির সিনেমা ‘সুজন সখী’। আগামীকাল ২০ জানুয়ারি দেখানো হবে সালমান শাহ-শাবনূর জুটির সিনেমা ‘চাওয়া থেকে পাওয়া’। ২১ জানুয়ারি প্রদর্শিত হবে ‘দূরদেশ’। ১৯৮৩ সালে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও কানাডার সম্মিলিত উদ্যোগে নির্মিত হয়েছিল এটি। যৌথভাবে ছবিটি পরিচালনা করেছিলেন বাংলাদেশের এহতেশাম ও ভারতের অমরিশ। ২২ জানুয়ারি দর্শক দেখবেন ‘মিস লংকা’ ছবিটি। বাংলাদেশ ও পাকিস্তানের যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটি মুক্তি পায় ১৯৮৫ সালে। ২৩ জানুয়ারি দেখানো হবে ‘এক মুঠো ভাত’। ইবনে মিজান পরিচালিত এ ছবির কেন্দ্রীয় চরিত্রে আছেন নায়ক জাফর ইকবাল ও নায়িকা ববিতা। আয়োজনের শেষ দিন ২৪ জানুয়ারি প্রদর্শিত হবে ‘নাচের পুতুল’ ছবিটি। অশোক ঘোষ পরিচালিত এ ছবির নায়ক-নায়িকা রাজ্জাক ও শবনম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close