বিনোদন প্রতিবেদক

  ১৮ জুলাই, ২০১৮

২৫ বছর পর দক্ষিণ কোরিয়ায় শো করতে যাচ্ছেন কাজল

দীর্ঘদিন ধরে মিডিয়াতে একজন কৌতুক অভিনেতা হিসেবে কাজ করছেন ঝিনাইদহের বাঘা যোতিন সড়কের সন্তান কাজল। দর্শকের ভালোবাসা ছাড়া তেমন কোনো রাষ্ট্রীয় পুরস্কার তার ভাগ্যে না জুটলেও দর্শকের ভালোবাসাই তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে বিবেচনা করেন তিনি। জনপ্রিয় এই কৌতুক অভিনেতা দীর্ঘ ২৫ বছর পর দক্ষিণ কোরিয়ায় শো করতে যাচ্ছেন। আগামীকাল রাতের ফ্লাইটে তিনি কোরিয়ার উদ্দেশে রওনা হবেন। সেখানে আগামী ২২ জুলাই প্রবাসী বাংলাদেশিদের নিমন্ত্রণে তিনি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নেবেন বলে নিশ্চিত করেছেন কাজল নিজেই। দীর্ঘ ২৫ বছর পর এমন একটি শোতে নিমন্ত্রণ পেয়ে আনন্দিত কাজল।

কাজল বলেন, ‘১৯৯৩ সালে প্রথম এবং শেষবারের মতো দক্ষিণ কোরিয়া গিয়েছিলাম স্টেজ শোতে পারফর্ম করতে। দীর্ঘদিন পর আবার সেখানে যাচ্ছি। অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে। যাইহোক, আশা করছি এবারের শো অনেক ভালো হবে। কারণ দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে সেখানে এ অনুষ্ঠানটি করার চেষ্টা করছিলেন। অবশেষে তা হতে যাচ্ছে এবং আমারও ভালো লাগছে যে আমি সেখানে অংশ নিতে পারছি।’

কাজলের বাবা রাম গোপাল মৌলিক ভালো তবলা বাজাতেন, মা মিনতি রানী মৌলিক ভালো গান গাইতেন। তাই স্বাভাবিকভাবেই সংস্কৃতির প্রতিই ঝোঁক ছিল কাজলের ছোটবেলা থেকেই। কৌতুক অভিনয়ে কাজলের গুরু বা অনুপ্রেরণা প্রয়াত খান জয়নুল। তার সঙ্গে কোনো দিনই কাজলের দেখা না হলেও, তাকেই তিনি গুরু মেনে তার অভিনীত সিনেমা দেখে দেখে তাকে অনুকরণ বা অনুসরণ করেই তিনি একজন জনপ্রিয় কৌতুক অভিনেতায় পরিণত হয়েছেন। বিটিভিতে প্রচারিত শহীদুল হক খানের ‘রংধনু’তে কাজল প্রথম পারফরম্যান্স করেন। এরপর ‘কথার কথা’, ‘রং বেরং’, ‘সাত সতেরো’, ‘শুভেচ্ছা’সহ অনেক জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠানে পারফরম্যান্স করেছেন। কাজল অনায়াসে স্বীকার করেন হানিফ সংকেতের ইত্যাদিতেও তিনি একবার পারফরম্যান্স করার সুযোগ পেয়েছিলেন। তার আজকের অবস্থানের নেপথ্যে বিটিভির প্রযোজক শেখ রিয়াজউদ্দিন বাদশারও যথেষ্ট অবদান রয়েছে। কাজলের অভিনয়ের প্রথম অডিও ক্যাসেট ছিল ‘হে আবুল’। এরপর ‘পাগলীর প্রেমে কাজল’, ‘কাজলের বিয়ে’সহ প্রায় সত্তরটি ক্যাসেট প্রকাশিত হয়েছে। এহতেশাম নির্দেশিত ‘চোখে চোখে’ সিনেমায় তিনি প্রথম অভিনয় করেন। এরপর তিনি এহতেশামেরই ‘চাঁদনী রাতে’সহ ‘টাকার অহংকার’, ‘এক পলকে’, ‘সেই তুফান’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেন। ১৯৬৭ সালের ২ জুলাই জন্ম নেয়া কাজলের এক ছেলে প্রাঞ্জল ও এক মেয়ে প্রিয়সী। দক্ষিণ কোরিয়ায় শো শেষে ২৪ জুলাই দেশে ফেরবেন কাজল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist