বিনোদন প্রতিবেদক

  ১৮ জানুয়ারি, ২০১৮

ঢাকা অ্যাটাকের পর দীপনের ‘ডু অর ডাই’

‘ঢাকা অ্যাটাক’ ছবির সাফল্যের পর এবার নির্মাতা দীপঙ্কর দীপন নির্মাণ করতে যাচ্ছেন এয়ার ক্রাফট অপারেশন মুভি ‘ডু অর ডাই’। এবারই প্রথমবারের মতো বাংলাদেশে নির্মাণ হতে চলেছে এ ধরনের ছবি। অপারেশন কিলো ফ্লাইটের অধিকাংশ বীর নায়কদের উপস্থিতিতে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে গতকাল এই চলচ্চিত্রের কনসেপ্ট পোস্টার উন্মোচনের মাধ্যমে নাম ঘোষণা করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

থ্রি হুইলার্স লিমিটেড ও মেইন স্কয়ার করপোরেশনের যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাওয়া এই ছবিটি পরিচালনা করবেন ‘ঢাকা অ্যাটাক’খ্যাত নির্মাতা দীপংকর দীপন। মুক্তিযুদ্ধের অবিশ্বাস্য ও দুঃসাহসিক ‘অপারেশন কিলো ফ্লাইট’-এর বীর নায়কদের অন্যতম উঐঈ৩-ঙঞঞঊজ বিমানের কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট শামসুল আলম, বীর উত্তমের মুক্তিযুদ্ধের সময়ের এক অসম্ভব সাহসী ও অবিশ্বাস্য গল্প নিয়ে নির্মিত হবে চলচ্চিত্রটি।

এদিকে অনুষ্ঠানে পরিচালক দীপংকর দীপন ও তার নতুন চলচ্চিত্রের সফলতার উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দেন ঢাকা অ্যাটাক সিনেমার কাহিনিকার ও প্রধান সমন্বয়ক সানী সানোয়ার। স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন শামসুল আলম বীর-উত্তম এবং মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাবুদ্দিন আহমেদ বীর-উত্তম। তাদের বক্তব্যে সেই দুঃসাহসিক অভিযানের কিছু স্মৃতি রোমন্থন করেন এবং এই চলচ্চিত্রের সার্বিক সফলতা

কামনা করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কিলো ফ্লাইট অপারেশনের মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আকরাম আহমেদ বীর-উত্তম, ফ্লাইং অফিসার বদরুল আলম বীর-উত্তম, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আবদুল খালেক বীর প্রতীক, মুক্তিযোদ্ধা নুরুল হক বীর প্রতীক, করপোরাল মো. রুস্তম বীর প্রতীক। এ ছবিটি নিয়ে নির্মাতা জানান, বর্তমানে চলচ্চিত্রটির চিত্রনাট্যের কাজ চলছে। ক্রমান্বয়ে এই চলচ্চিত্রের সঙ্গে জড়িত সমস্ত প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করে, ব্যাপক গবেষণা ও মাঠপর্যায়ে কাজের মাধ্যমে চিত্রনাট্য চূড়ান্ত করা হবে। এর পরই চলচ্চিত্রটির কাস্টিং প্রক্রিয়া চূড়ান্ত হবে।

তবে চলচ্চিত্রটির নায়ক-নায়িকা বিষয়ে নাম ঘোষণা না করলেও ঢাকা অ্যাটাকখ্যাত এই পরিচালক জানান, বাংলাদেশ ও ভারতের মুম্বাইয়ের তারকাশিল্পীদের ক্রমান্বয়ে এই সিনেমায় সম্পৃক্ত করার পরিকল্পনার রয়েছে। ছবিটির শুটিং বিষয়ে নির্মাতা আরো জানান, চলতি বছরের নভেম্বর মাসে ছবিটির শুটিং শুরু হবে। আগামী বছর ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist