মুন্সীগঞ্জ প্রতিনিধি

  ০৮ মে, ২০২৪

পদ্মা সেতুর টোলপ্লাজায় বজ্রাঘাত কারিগরি ত্রুটি

পদ্মা সেতুর মাওয়া টোলপ্লাজায় বজ্রাঘাতে কারিগরি ত্রুটিতে টোল আদায় বিঘ্নিত হয়েছে। টোল স্কেলে বিদ্যুৎ না থাকায় গতকাল মঙ্গলবার সকালে সেতুর মাওয়া প্রান্তে টোল দেওয়ার অপেক্ষায় প্রায় দেড় কিলোমিটার এলাকায় যানজট দেখা দেয়। এ সময় সেতু পাড়ি দেওয়ার অপেক্ষায় ছিল কয়েকশ’ যানবাহন। সবচেয়ে বেশি ছিল ট্রাক। পরে সকাল সাড়ে ১০টায় স্কেল সচল করলে টোল আদায় শুরু হয়।

কারিগরি ত্রুটির বিষয়টি নিশ্চিত করে পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক মো. আমিরুল হায়দার চৌধুরী জানান, রাত ৩ থেকে ৪টার মধ্যে বজ্রপাত হয়। এতে টোল স্কেলের মাদার বোর্ডে সমস্যা হয়েছিল। তবে সকালে সেটি ঠিক করা হয়। ট্রাক লেনে কিছুটা চাপ ছিল। এটি বড় ধরনের কোনো বিষয় নয়, বজ্রাঘাতে ইলেকট্রিক শর্টসার্কিটের বিষয়।

মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ জিয়াউল হায়দার জানান, সকালের দিকে টোল স্কেলে সাময়িক সমস্যা দেখা দেয়। এতে টোল আদায় কিছুক্ষণ বন্ধ থাকায় গাড়ি এসে জমতে থাকে টোলপ্লাজার সামনে। দেড় ঘণ্টার মতো যানজট ছিল। তবে সকাল সাড়ে ১০টায় টোল আদায় শুরু হলে সড়কের চিত্র স্বাভাবিক হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close