ধামরাই (ঢাকা) প্রতিনিধি

  ০৮ জানুয়ারি, ২০২৪

কোলে চড়ে ভোটকেন্দ্রে বৃদ্ধ তোফাজ্জল

জড়িয়ে যায় মুখের বুলি। হাঁটতেও পারেন না। তবে ভোট দিতে স্বজনের কোলে চড়ে কেন্দ্রে এসেছেন সত্তরোর্ধ্ব তোফাজ্জল হোসেন। গতকাল রবিবার ঢাকার ধামরাই উপজেলার আবদুস সোবহান মডেল হাইস্কুল কেন্দ্রে ভোট দিতে আসেন তিনি। নৌকায় ভোট দিতেই তোফাজ্জলের এই কষ্টসাধন। এদিন সকালে স্ত্রীকে সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে আসেন তিনি। তোফাজ্জেলকে কোলে করে কেন্দ্রে নিয়ে আসেন স্থানীয় এক তরুণ।

তোফাজ্জলের স্ত্রী মনোয়ারা বেগম বলেন, আমার স্বামী আওয়ামী লীগ করেছেন আজীবন। শরীর অসুস্থ হলেও জোর করেই ভোটকেন্দ্রে এসেছেন। তাই ভোট দিতে এসেছি। এ কেন্দ্রের ১২টি বুথ। মোট ভোটার ৫,২৭১ জন ভোটার।

আবদুস সোবহান মডেল হাইস্কুল কেন্দ্রের প্রিসাইডিং অফিসার এস এম কামাল হোসেন বলেন, এই কেন্দ্রে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলে। সকাল ১০টার মধ্যে ১৫% ভোটগ্রহণ করা হয়। ভোটে শান্তিপূর্ণ পরিবেশ ছিল।

সংসদীয় আসন ঢাকা-২০-এ আওয়ামী লীগ ও দুজন স্বতন্ত্র প্রার্থীসহ সাত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে মোট কেন্দ্র ১৪৯টি। মোট ভোটার ৩ লাখ ৫৫ হাজার ৯৮২ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৭ হাজার ৪১২ এবং নারী ভোটার ১ লাখ ৭৮ হাজার ৫৭০ জন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close