নিজস্ব প্রতিবেদক

  ২০ জানুয়ারি, ২০২৪

ন্যাম ও সাউথ সামিটে প্রতিনিধিত্ব করতে উগান্ডায় পররাষ্ট্রমন্ত্রী

জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৯তম শীর্ষ সম্মেলন এবং গ্রুপ ৭৭ ও চীনের তৃতীয় দক্ষিণ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে উগান্ডায় পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ঢাকা থেকে বৃহস্পতিবার রাতে রওনা হয়ে গতকাল শুক্রবার বিকালে মধ্য উগান্ডার এনটেবে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানান কেনিয়ায় নিযুক্ত ও একই সঙ্গে উগান্ডায় স্বীকৃত বাংলাদেশের হাইকমিশনার তারেক মুহাম্মদ।

ন্যামের প্রাক-শীর্ষ সম্মেলন সেশনে যোগদানরত পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ সময় উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলের সদস্য হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ উইংয়ের মহাপরিচালক মো. এমদাদুল ইসলাম চৌধুরী মন্ত্রীর সঙ্গে রয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর উগান্ডা দিয়েই ড. হাছান মাহমুদের প্রথম বিদেশ সফর শুরু হলো। তবে পররাষ্ট্রমন্ত্রী প্রথম দ্বিপক্ষীয় সফরে ভারত যাবেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর তাকে সে দেশে সফরের জন্য এরই মধ্যে আমন্ত্রণ জানিয়েছেন। উভয় পক্ষের সুবিধাজনক সময়ে এই সফর আয়োজিত হবে। ১৮তম ন্যাম শীর্ষ সম্মেলন হয়েছিল ২০১৯ সালে আজারবাইজানের রাজধানী বাকুতে। ওই সম্মেলনে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close