reporterঅনলাইন ডেস্ক
  ২১ অক্টোবর, ২০২৪

টপ অর্ডারের ব্যর্থতায় বিপদে বাংলাদেশ

আউট হয়ে ফিরছেন মুমিনুল হক

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। তবে নিজেদের নেওয়া এই সিদ্ধান্ত যেন হিতে বিপরীত হয়ে ধরা দিল।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টায় শুরু হওয়া এই ম্যাচে নতুন বলে বাংলাদেশকে নাকানি-চুবানি খাওয়াচ্ছে প্রোটিয়ারা। প্রোটিয়া পেসার উইয়ান মুল্ডারের আঘাতে ২১ রান তুলতেই বাংলাদেশ হারিয়ে বসেছে টপ অর্ডারের তিন ব্যাটার সাদমান ইসলাম, মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্তকে।

আজ দক্ষিণ আফ্রিকার করা প্রথম ওভারেই ৬ রান তুলে নেন ইনজুরি কাটিয়ে দলে ফেরা মাহমুদুল হাসান জয়। দ্বিতীয় ওভারে উইকেট দিয়ে আসেন সাদমান। কোনো রান করার আগেই উইয়ান মুল্ডারের বলে স্লিপে এইডেন মার্করামের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তিনে নেমে মুমিনুল হকও ৪ রানের বেশি করতে পারেননি। সেই মুল্ডারের বলেই উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি।

১৩ রানের মধ্যে ২ উইকেট হারানো বাংলাদেশ ২১ রানের মধ্যে হারায় আরো ১ উইকেট। আবারও বাংলাদেশ শিবিরে আঘাত হানেন মুল্ডার। তার বলে কেশাভ মহারাজকে ক্যাচ দিয়ে ফেরেন ৭ বলে ৭ রান করা শান্ত।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
টপ অর্ডারের ব্যর্থতা,মুমিনুল হক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close