reporterঅনলাইন ডেস্ক
  ২৫ মার্চ, ২০২৪

মিরাজ-মুমিনুলের প্রতিরোধ ভাঙলো রাজিথা, ১১৯/৭ বাংলাদেশ

ফাইল ছবি

৬১ রানে পড়ে ষষ্ঠ উইকেট। তার পর প্রতিরোধ গড়ে খেলছিলেন মেহেদী হাসান মিরাজ ও মুমিনুল হক। দু’জনের ব্যাটেই দলের স্কোর একশ ছাড়িয়েছে। এই জুটি ভাঙতে দুটি রিভিউ নষ্ট করে শ্রীলঙ্কান দল। লাঞ্চের আগে ৩৩তম ওভারে ৬৬ রানের এই জুটি ভেঙে দেন কাসুন রাজিথা! তার বলে ড্রাইভ করতে গিয়ে দ্বিতীয় স্লিপে তালুবন্দি হয়েছেন মিরাজ। ফেরার আগে এই অলরাউন্ডার ৫০ বলে ৩৩ রান করেছেন। তাতে ছিল ৬টি চারের মার।

তাইজুলকে হারিয়ে দিন শুরু বাংলাদেশের

সিলেটে ৫১১ রানের অসম্ভব লক্ষ্যের সামনে তৃতীয় দিনেই বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ। ৫ উইকেটে ৪৭ রান নিয়ে চতুর্থ দিনে তারা খেলতে নামে। নিশ্চিত পরাজয়ের সামনে দেখার ছিল এদিন তারা কতক্ষণ টিকতে পারে। কিন্তু তৃতীয় ওভারেই ষষ্ঠ উইকেট হারিয়ে বসেছে স্বাগতিকরা। প্রথম ইনিংসের সর্বোচ্চ স্কোরার ও নাইটওয়াচম্যান দ্বিতীয় ইনিংসে তেমন কিছু করতে পারলেন না। রাজিথার বলে এলবিডাব্লিউ হয়ে ৬ রানে আউট হয়েছেন। রক্ষা পেতে রিভিউ নিয়েছিলেন তিনি। তাতেও লাভ হয়নি। হার একপ্রকার নিশ্চিত, ব্যবধানটা বাংলাদেশ কত কমাতে পারে এখন সেটাই দেখার।

এর আগে কামিন্দু মেন্ডিসের ১৬৪ ও ধানঞ্জয়া ডি সিলভার ১০৮ রানে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে লিড পায় ৫১০ রানের। তারা ৪১৮ রানে অলআউট হয়েছে। বাংলাদেশের পক্ষে এই ইনিংসে সর্বোচ্চ চার উইকেট নেন মেহেদী হাসান মিরাজ।

প্রথম টেস্টের সংক্ষিপ্ত স্কোর: চতুর্থ দিন- বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৩৩ ওভারে ১১৯/৭ (মুমিনুল ৪০*, শরিফুল ২*, মাহমুদুল হাসান জয় ০, নাজমুল হোসেন শান্ত ৬, জাকির হাসান ১৯, দীপু ০, লিটন ০, তাইজুল ৬, মিরাজ ৩৩), লক্ষ্য ৫১১ রান।

শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ১১০.৪ ওভারে ৪১৮/১০ ( রাজিথা ৪*; দিমুথ করুণারত্নে ৫২, নিশান মাদুশকা ১০, কুশল মেন্ডিস ৩, অ্যাঞ্জেলো ম্যাথুজ ২২, দিনেশ চান্ডিমাল ০, বিশ্ব ৪, ধনাঞ্জয়া ১০৮, প্রবাথ ২৫, লাহিরু ০, কামিন্দু ১৬৪) শ্রীলঙ্কার লিড ৫১০ রান।

বাংলাদেশ প্রথম ইনিংসে ৫১.৩ ওভারে ১৮৮/১০ (রানা ০*; জাকির ৯, শান্ত ৫, মুমিনুল ৫, জয় ১২, শাহাদাত ১৮, লিটন ২৫, তাইজুল ৪৭, মিরাজ ১১, শরিফুল ১৫, খালেদ ২২)।

শ্রীলঙ্কা ৬৮ ওভারে প্রথম ইনিংসে ২৮০/১০ (রাজিথা ৬*; মাদুশকা ২, মেন্ডিস ১৬, করুণারত্নে ১৭, ম্যাথুজ ৫, চান্ডিমাল ৯, কামিন্দু ১০২, ধনাঞ্জয়া ১০২, প্রবাথ ১, ফার্নান্ডো ৯, কুমারা ০)।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাংলাদেশ,শ্রীলঙ্কা,সিলেট টেস্ট,মিরাজ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close