reporterঅনলাইন ডেস্ক
  ১৪ মার্চ, ২০২৪

ম্যাচ জয়ের ক্রেডিট রিয়াদ ভাইয়ের : মুশফিক

জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করল নাজমুল হাসান শান্তর দল। বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লঙ্কানদের ছয় উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। এদিকে টাইগারদের জয়ের দিনে সংবাদ সম্মেলনে আসেননি শান্ত।

এদিন শান্তর সঙ্গে ১৬৫ রানের জুটি গড়া মুশফিকুর রহিম আসেন সংবাদ সম্মেলনে। এ সময় এমন জয়ের ক্রেডিট রিয়াদ-শান্তকে দিয়ে মুশি বলেন, ‘এটাকে অভিজ্ঞতা বলে। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে দলের সেরা বোলার যদি চাপে পড়ে, তখন ওরা ভিন্ন চিন্তা করে। তখনই কিন্তু জুটিটা বেশি গড়ে। অভিজ্ঞতা আসলেই বড় ব্যাপার।’

‘শান্ত শুরুটা কিছুটা স্ট্রাগল করছিল। এটা স্বাভাবিক। এই পুরো ম্যাচের প্রথম ক্রেডিট অবশ্যই রিয়াদ ভাই এবং শান্তর। সবার আগে রিয়াদ ভাইয়ের। ওই ইনটেন্টে ব্যাটিং করা...পরে আমার আর শান্তর জন্য রান করাটায় কোনো চাপই ছিল না।’

২৩ রান তুলতেই হারিয়েছিল ৩ উইকেট। সেখান থেকে এই জয়। মুশফিক বলেন, ‘আমার শান্তর জুটি অবশ্যই ভালো হয়েছে। তবে শেষ পর্যন্ত আসল জুটিটা ছিল রিয়াদ ভাই আর শান্তর। ওই সময়টায় বল একটু নতুন ছিল। শিশিরও অত বেশি ছিল না।’

শুরুতে উইকেট হারিয়ে চাপে পড়েনি বাংলাদেশ সেটিকে বড় করে দেখছেন মুশফিক, ‘যেকোনো দলই চাইবে শুরুতে ২–৩টা উইকেট তুলে নিতে। সেটা ওরা পেয়েছেও। রিয়াদ ভাই ও শান্ত তখন ব্রিলিয়ান্ট ব্যাটিং করেছে। রানরেটটা ঠিক ছিল। এরপর আমি এবং আরো যারা ছিলাম, তাদের জন্য কাজটা সহজ হয়ে গেছে। আমাদের উচ্চাভিলাষী শট খেলার দরকার ছিল না।’

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ওয়ানডে সিরিজ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close