reporterঅনলাইন ডেস্ক
  ২৫ জানুয়ারি, ২০২৪

বর্ণবাদী মন্তব্য করা চার সমর্থক ৫ বছর নিষিদ্ধ

ফুটবল মাঠে বর্ণবাদের ঘটনা নতুন কিছু নয়। প্রতিপক্ষের ফুটবলার এবং দর্শকদের দ্বারা বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন অনেক ফুটবলার। গত শনিবার উদিনেজে ও এসি মিলানের মধ্যকার ম্যাচে দর্শকদের বর্ণবাদী আচরণের শিকার হন মিলানের গোলরক্ষক মাইক ম্যাগনান। যার কারণে উদিনেজের চার সমর্থককে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

শনিবার সিরিআ'র ম্যাচে উদিনেজের বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়েছে এসি মিলান। মিলান প্রথম গোল করার পর দর্শকরা ক্ষুব্ধ হয়ে তাদের ফরাসি গোলরক্ষক ম্যাগনানের উদ্দেশ্যে বর্ণাবাদী মন্তব্য করতে থাকে। মিলানের গোলরক্ষককে ‘বানর’ বলে সম্বোধন করে তারা।

ওই বাজে আচরণ মেনে নিতে না পেরে ম্যাচ অফিশিয়াল ও সতীর্থদের বলে মাঠ ছাড়েন ম্যাগনান। মিলানের অন্য খেলোয়াড়রাও তার সঙ্গে ছেড়ে যায় মাঠ। যদিও ১০ মিনিট পর আবারও শুরু হয় খেলা। শেষ পর্যন্ত ম্যাচটি ৩-২ গোলে জেতে এসি মিলান।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বর্ণবাদী মন্তব্য
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close