reporterঅনলাইন ডেস্ক
  ২৫ নভেম্বর, ২০২১

চট্টগ্রাম টেস্ট

নতুন মুখ নিয়ে পাকিস্তানের দল ঘোষণা

চট্টগ্রাম টেস্টের জন্য ১২ জনের দল ঘোষণা করেছে পাকিস্তান। স্কোয়াডে নতুন মুখ আবদুল্লাহ শফিক। এ ছাড়া ফাহিম আশরাফ, সাজিদ খান ও ইমাম-উল-হককেও দলে রেখেছেন পিসিবির নির্বাচকরা।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সংবাদ সম্মেলনে পাক অধিনায়ক বাবর আজম বলেন, আমাদের দলটা খুব ভালো। এবার টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা ভালো করতে চাই।

চট্টগ্রাম টেস্টে পাকিস্তান স্কোয়াড : বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আবদুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হাসান আলী, ইমাম-উল-হক, নোমান আলী, সাজিদ খান ও শাহিন আফ্রিদি।

প্রসঙ্গত, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ৪ ডিসেম্বর থেকে মিরপুরে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চট্টগ্রাম টেস্ট,পাকিস্তান দল,ক্রিকেট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close