reporterঅনলাইন ডেস্ক
  ০৮ ডিসেম্বর, ২০১৮

আব্বাস দম্পতির মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা-৮ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি। একইসঙ্গে ঢাকা-৯ আসনে মির্জা আব্বাসের পাশাপাশি তার স্ত্রী আফরোজা আব্বাসের প্রার্থিতাও বৈধ ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার নির্বাচন কমিশনের আপিল শুনানি শেষে ইসি থেকে এ সিদ্ধান্ত দেওয়া হয়।

ইসির অস্থায়ী এজলাসে ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেননের করা আপিল (৪৪৪ নম্বর) শুনানি শেষে মির্জা আব্বাসের মনোনয়ন বহালের আদেশ দেয় কমিশন।

আপিল শুনানিতে মেননের আইনজীবী আব্বাসের মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করলেও তা নামঞ্জুর করে ইসি। এর পরপরই আব্বাসপত্নীর প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করা হয়।

টেলিফোন বিল বকেয়া ও ঋণখেলাপি হওয়ায় ঢাকা-৯ আসনে ধানের শীষের টিকিট পাওয়া মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের মনোনয়নপত্র বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। এ সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেছিলেন তিনি।

তার বিরুদ্ধে খেলাপি ঋণের অভিযোগ তুলে ইসিতে আপিল করা হয়। ইসি ঋণসংক্রান্ত মূল নথি তলব করে এ রায় দেয়।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মির্জা আব্বাস,আফরোজা আব্বাস,প্রার্থিতা বৈধ,নির্বাচন কমিশন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close