reporterঅনলাইন ডেস্ক
  ২৮ নভেম্বর, ২০১৮

ধানের শীষ প্রতীকে যেসব আসনে জামায়াত

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০-দলীয় জোটের দ্বিতীয় প্রধান শরিক দল বাংলাদেশ জামায়াত ইসলামীকে ২৫ আসন দেয়া হয়েছে।

মঙ্গলবার রাতে ২০-দলীয় জোট সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

ধানের শীষ প্রতীকে ২৫ আসনে যারা মনোনয়ন পেয়েছেন, তারা হলেন- ঠাকুরগাঁও-২ মাওলানা আবদুল হাকিম, দিনাজপুর-১ মাওলানা মোহাম্মদ হানিফ, দিনাজপুর-৬ মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, নীলফামারী-২ মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, নীলফামারী-৩ মোহাম্মদ আজিজুল ইসলাম, রংপুর-৫ অধ্যাপক গোলাম রব্বানী, গাইবান্ধা-১ মাজেদুর রহমান সরকার, সিরাজগঞ্জ-৪ মাওলানা রফিকুল ইসলাম খান, পাবনা-৫ মাওলানা ইকবাল হুসাইন, ঝিনাইদহ-৩ অধ্যাপক মতিয়ার রহমান, যশোর-২ আবু সাঈদ মুহাম্মদ শাহাদাত হোসাইন, বাগেরহাট-৩ অ্যাডভোকেট আবদুল ওয়াদুদ, বাগেরহাট-৪ অধ্যাপক আবদুল আলীম, খুলনা-৫ অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, খুলনা-৬ মাওলানা আবুল কালাম আযাদ, সাতক্ষীরা-২ মুহাদ্দিস আবদুল খালেক, সাতক্ষীরা-৩ মুফতি রবিউল বাশার, সাতক্ষীরা-৪ গাজী নজরুল ইসলাম, পিরোজপুর-১ আলহাজ শামীম সাঈদী, ঢাকা-১৫ ডা. শফিকুর রহমান, সিলেট-৫ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, সিলেট-৬ মাওলানা হাবিবুর রহমান, কুমিল্লা-১১ ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, চট্টগ্রাম ১৫ আ ন ম শামসুল ইসলাম ও কক্সবাজার-২ হামিদুর রহমান আযাদ।

২০ দলের শরিক দলগুলোকে ৪০-৪২ আসন দিচ্ছে বিএনপি। এদের মধ্যে সবচেয়ে বেশি আসন পাচ্ছে জামায়াতে ইসলামী।

দ্বিতীয় সর্বোচ্চ আসন পাচ্ছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি। দলটিকে চার আসন দিচ্ছে বিএনপি।

অন্য দলগুলো পাবে বাকি আসন। তবে আসন নিয়ে চূড়ান্ত সমঝোতা এখনও হয়নি। আজ মনোনয়নের টিকিট পাওয়া সবাই মনোনয়ন দাখিল করবেন। ৯ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহরের শেষ দিনে একজন প্রার্থী থেকে বাকি সবাই মনোনয়ন প্রত্যাহার করে নেবেন।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ধানের শীষ প্রতীক,জামায়াত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close