reporterঅনলাইন ডেস্ক
  ১৬ অক্টোবর, ২০১৮

ভাঙলো ২০ দলীয় জোট, বেরিয়ে গেলো ন্যাপ ও এনডিপি

সাংবিধানিক, নিয়মতান্ত্রিক রাজনীতির স্বার্থে ২০ দলীয় জোটের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় গুলশানের ইম্যানুয়েলস ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশ ন্যাপ ও এনডিপি সাংবিধানিক ও নিয়মতান্ত্রিক রাজনীতির পক্ষে। শুধুমাত্র ক্ষমতার পালা বদলের নামে কোনো অশুভ শক্তির ক্ষমতা গ্রহণ করে আবারও দেশকে রাজনীতিশূন্য করার কোনো অপচেষ্টায় অংশগ্রহণ করে, তা একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে আমরা প্রত্যাশা করি না।’

ন্যাপ চেয়ারম্যান বলেন, ‘এসব বিষয়ে ২০ দলীয় জোটের প্রধান শরিক বিএনপি সব সময়ই তার শরিকদের অন্ধকারে রাখার অপচেষ্টা গ্রহণ করেছে। জাতীয় সংসদ নির্বাচনে খুবই কাছাকাছি সময়ে অনুষ্ঠিত হবে বলে প্রতিয়মান। সেই বিষয়েও বিএনপি তার শরিকদের পরিষ্কার অবস্থান ব্যাখ্যা করে না। জোটের বিভিন্ন বৈঠকে জোট শরিকদের মনোনয়নের বিষয়টি সামনে আনতে চাইলেও বিএনপি কৌশলে তা এড়িয়ে যায়। আর ১/১১ কুশিলব, মাইনাস টু ফরমুলা বাস্তবায়নকারীরা যখন জাতীয় ঐক্যফ্রন্টের নামে ঐক্যবদ্ধ হচ্ছে তখন আমরা মনে করি, বিএনপি তার সকল নৈতিক অবস্থা থেকে বিচ্যুত হয়েছে।’

সংবাদ সম্মেলনে জেবেল রহমান গানি বলেন, ‘এই প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে ২০ দলীয় জোটের শরিক হিসেবে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) সাংবিধানিক, নিয়মতান্ত্রিক রাজনীতির স্বার্থে আজকে এই মুহূর্ত থেকে জোটের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছে। আমরা নতুন পথ চলতে চাই। প্রকৃত দেশপ্রেমিক, গণতান্ত্রিক ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ঐক্য চাই।’

চলমান রাজনৈতিক সংকট সমাধানে একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান ও কার্যকর সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যে অবিলম্বে সব রাজনৈতিক দলের সমন্বয়ে জাতীয় সংলাপের আয়োজন করতে প্রধানমন্ত্রীকে আহ্বান জানান জেবেল রহমান গানি। ন্যাপের প্রধান বলেন, ‘এর মাধ্যমে সব দলের অংশগ্রহণে একটি অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনীতিতে একটি সুস্থ ধারা প্রতিষ্ঠিত হবে। সকলে মিলে আগামী দিনে একটি সুখি সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠায় সক্ষম হবো।’

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভাঙলো,২০ দলীয় জোট,ন্যাপ ও এনডিপি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close