
২৬ মার্চ, ২০২৩
গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় আরো একজনের মৃত্যু

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় হাসান (৩২) নামের আরেক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টায় দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
মৃত্যুর খবর নিশ্চিত করেছেন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসেন।
এর আগে গত ৭ মার্চ বিকেল পৌনে ৫টার দিকে গুলিস্তানের সিদ্দিকবাজারে সাততলা একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পাশের আরেকটি পাঁচতলা ভবনও ক্ষতিগ্রস্ত হয়। এরমধ্যে সাততলা ভবনের বেজমেন্ট, প্রথম ও দোতলা বিধ্বস্ত হয়। আর পাঁচতলা ভবনের নিচতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে সেখানে উদ্ধারকাজ চালায় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
এ ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন