reporterঅনলাইন ডেস্ক
  ০৮ আগস্ট, ২০২২

লঞ্চভাড়া বাড়াতে ওয়ার্কিং কমিটি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর লঞ্চ ভাড়া পুনর্নির্ধারণে সাত সদস‌্যের ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি দু-একদিনের মধ্যে ভাড়া বৃদ্ধির প্রস্তাব করবে।

সোমবার (৮ আগস্ট) নৌ পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে দ্বিপাক্ষিক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন নৌ পরিবহন সচিব মো. মোস্তফা কামাল।

সচিব বলেন, মালিকদের প্রস্তাবিত ভাড়ার হার বেশি। এজন্য কমিটি করা হয়েছে। কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য কাজ করবে ওয়ার্কিং গ্রুপ। ১০ তারিখের মধ্যে এ বিষয়ে গেজেট প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, প্রজ্ঞাপন হওয়ার আগপর্যন্ত আগের ভাড়াতেই লঞ্চে যাত্রী পরিবহন করা হবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
লঞ্চভাড়া,ওয়ার্কিং কমিটি,জ্বালানি,নৌপরিবহন মন্ত্রণালয়
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close