reporterঅনলাইন ডেস্ক
  ০৮ এপ্রিল, ২০২১

প্রধান বিচারপতিসহ ৫৬ বিচারপতি টিকার দ্বিতীয় ডোজ নিলেন

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ আপিল ও হাইকোর্ট বিভাগের ৫৬ জন বিচারপতি করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর সোহরাওয়ার্দী  হাসপাতালে প্রধান বিচারপতি সস্ত্রীক করোনার টিকা গ্রহণ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মুহাম্মদ সাইফুর রহমান। তিনি বলেন, প্রধান বিচারপতি সস্ত্রীক করোনার টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। এছাড়া আপিল বিভাগের ৫ জন বিচারপতি ও হাইকোর্ট বিভাগের ৫০ জন বিচারপতি এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন।

এর আগে গত ৭ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেন। অন্যান্য বিচারপতিও একই দিনে করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন।

পিডিএসও/ জিজাক

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
টিকার দ্বিতীয় ডোজ,বিচারপতি,প্রধান বিচারপতি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close