reporterঅনলাইন ডেস্ক
  ০৯ এপ্রিল, ২০১৯

সিঙ্গাপুর নেওয়ার অবস্থায় নেই সেই মাদরাসাছাত্রী

ফেনীর সোনাগাজীতে দুর্বৃত্তদের আগুনে দগ্ধ মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে সিঙ্গাপুর নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। মঙ্গলবার ঢামেক হাসপাতালে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা জানান।

ডা. সামন্ত বলেন, মাদরাসাছাত্রীর বিষয়ে আমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। তারা জানালেন, এ অবস্থায় দীর্ঘ পাঁচ ঘণ্টার প্লেনযাত্রা তার জন্য খুব ঝুঁকিপূর্ণ। এজন্য এখন তাকে সিঙ্গাপুর পাঠানো ঠিক হবে না। শারীরিক অবস্থার একটু উন্নতি হলে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরো বলেন, সিঙ্গাপুরের চিকিৎসকরা ওই ছাত্রীর জন্য নতুন কিছু চিকিৎসা সাজেশন দিয়েছেন। আমরা সেই সাজেশনগুলো তার চিকিৎসাব্যবস্থায় যোগ করবো। বিকেলে আবার সিঙ্গাপুর হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলবো।

প্রসঙ্গত, গত ৬ এপ্রিল ফেনীর সোনাগাজীতে আলীম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফির গায়ে দুষ্কৃতিকারীরা আগুন দেয়। এ ঘটনায় তিনি মারাত্মক দগ্ধ হন। প্রথমে স্থানীয় ও পরে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। বর্তমান আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় রাফির ভাই মাহমুদুল হাসান বাদী হয়ে সোনাগাজী থানায় মামলা দায়ের করেছেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মাদরাসাছাত্রী,নুসরাত জাহান রাফি,ঢামেক হাসপাতাল,সিঙ্গাপুর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close