reporterঅনলাইন ডেস্ক
  ০৬ নভেম্বর, ২০১৮

মন্ত্রিপরিষদ বিভাগ প্রস্তুত আছে : মন্ত্রিপরিষদ সচিব

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মন্ত্রিসভা পুনর্গঠনের প্রক্রিয়ায় সরকার যে সিদ্ধান্ত দেবে, সে অনুযায়ী পদক্ষেপ নিতে মন্ত্রিপরিষদ বিভাগ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, মন্ত্রিসভার আকার ছোট হবে কিনা সেটি তাকে এখনো অবহিত করা হয়নি। টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগের নির্দেশনার বিষয়টি এখনো জানানো হয়নি। নির্দেশনা পেলে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। এ সংক্রান্ত সার-সংক্ষেপ পাঠানো হবে। রাষ্ট্রপতির কার্যালয় হয়ে চলে আসলে প্রজ্ঞাপন জারি করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিউল আলম বলেন, মন্ত্রিসভার আকার যাই হোক না কেন, নিয়মিতভাবেই বৈঠক হবে। অর্ন্তবর্তীকালীন সরকার বা অন্য যে কোনো ভাষায় বলা হোক না কেন এই সময়ে মন্ত্রিসভার বৈঠক বাধাগ্রস্ত হয় না। এটা অব্যাহত থাকবে।

এর আগে দুপুরে মন্ত্রিসভা পুনর্গঠনের প্রক্রিয়ায় সরকারের টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার বৈঠকের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গণভবনে এক ব্রিফিংয়ে এ কথা জানান।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মন্ত্রিপরিষদ সচিব,মন্ত্রিপরিষদ বিভাগ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close