reporterঅনলাইন ডেস্ক
  ২৭ মে, ২০২৪

চীন সফরে যাচ্ছেন আরব নেতারা

ছবি : সংগৃহীত

এই সপ্তাহে চীনের বেইজিংয়ে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসিসহ অন্যান্য আরব নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

আল মায়াদিনের খবরে বলা হয়, সোমবার (২৭ মে) এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনয়িং বলেন, আমন্ত্রিত নেতারা ২৮ মে থেকে ১ জুন পর্যন্ত চীনে রাষ্ট্রীয় সফর করবেন। এছাড়া চীন-আরব রাষ্ট্র সহযোগিতা ফোরামের মন্ত্রী পর্যায়ের ১০তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।

এতে আরও অংশ নেবেন, বাহরাইনের বাদশাহ হামাদ বিন ঈসা আল খলিফা, তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদ এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী দেং লি বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই ফোরামে যোগ দেবেন এবং ৩০ মে বক্তব্য দেবেন।

তিনি বলেন, চীনের প্রেসিডেন্ট দ্বিপাক্ষিক সম্পর্ক এবং অভিন্ন উদ্বেগের আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে মত বিনিময়ের জন্য যথাক্রমে চার রাষ্ট্রপ্রধানের সঙ্গে আলোচনা করবেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চীন সফর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close