reporterঅনলাইন ডেস্ক
  ০৫ এপ্রিল, ২০২৪

গাজায় ঘণ্টায় চার শিশুর মৃত্যু : আল-জাজিরা

গেটি ইমেজের ফাইল ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ঘণ্টায় চারজন শিশু মারা যাচ্ছে। স্থানীয় সময় শুক্রবার এমনটাই জানিয়েছে আল-জাজিরা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটির বরাত দিয়ে জানায়, ভূখণ্ডটিতে অনাহার ও পানিশূন্যতার কারণে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে এখন ৩১ জনে দাঁড়িয়েছে। এছাড়া গাজায় ইসরায়েলি আগ্রাসনের কারণে এক হাজার শিশু তাদের এক বা উভয় পা হারিয়েছে বলেও আল-জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এদিকে, ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি ফিলিস্তিনি শিশু দিবসের সম্মানে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরম এক্সে বেশ কয়েকটি পোস্ট প্রকাশ করেছে।

এর মধ্যে একটি পোস্টে লেখা ছিল, ‘গাজায় ১০০০ শিশু তাদের হয় একটি বা না হয় উভয় পা হারিয়েছে।’ আরেকটি পোস্টে বলা হয়েছে, ‘গাজায় প্রতি ঘণ্টায় ৪ শিশু নিহত হচ্ছে।’

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গাজা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close