reporterঅনলাইন ডেস্ক
  ০৪ এপ্রিল, ২০২৪

নেতানিয়াহুর সঙ্গে কথা বলবেন বাইডেন

ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চাপের মুখে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কথা বলবেন। গাজায় ইসরায়েলি হামলায় সাত ত্রাণকর্মী নিহত হওয়ার পর এটাই হবে তাদের প্রথম ফোনালাপ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে বৃহস্পতিবার (৪ এপ্রিল) টেলিফোনে তারা কথা বলবেন।

বুধবার এজেন্স ফ্রান্স-প্রেসকে বাইডেন-নেতানিয়াহুর ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন এক মার্কিন কর্মকর্তা। তবে তারা কী নিয়ে কথা বলবেন, তা এখনও জানানো হয়নি। তবে নেতানিয়াহু সরকারের ওপর চাপ বাড়াতে যুক্তরাষ্ট্রের প্রতি ক্ষোভ বাড়ছে বলে জানা গেছে। বিশেষ করে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে মুসলিম ভোটারদের নিয়ে চাপের মুখে আছেন সম্ভাব্য ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন।

এর আগে ইসরায়েলি হামলায় মার্কিন দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) ত্রাণকর্মীদের মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বাইডেন।

গাজায় বেসামরিক মানুষ ও ত্রাণকর্মীদের সুরক্ষায় ইসরায়েলকে অবশ্যই আরও বেশি কিছু করতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

এদিকে, গাজায় ইসরায়েলি হামলায় সাতজন ত্রাণকর্মীর মৃত্যুর ঘটনাটিকে অনিচ্ছাকৃত বলে অভিহিত করেছেন নেতানিয়াহু। নিহতদের মধ্যে ফিলিস্তিন ছাড়াও যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, পোল্যান্ড এবং মার্কিন–কানাডিয়ান নাগরিক রয়েছেন।

এদিকে, মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের সাথে ফোনে কথা বলেছেন। এসময় গাজায় ত্রাণকর্মী ও ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের সুরক্ষায় দৃঢ় পদক্ষেপ নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাইডেন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close