reporterঅনলাইন ডেস্ক
  ৩১ জানুয়ারি, ২০২৪

মেক্সিকোতে ট্রাক-দুতলা বাস সংঘর্ষে নিহত ১৯

ছবি : সংগৃহীত

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে ডাবল ডেকার বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২২ জন।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। খবর এএফপির।

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটি পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জালিস্কোর গুয়াদালাজারা শহর থেকে সিনালোয়ার লস মোচিসে যাচ্ছিল। দুর্ঘটনাকবলিত ট্রাক এবং বাসটিতে প্রায় ৫০ জনের মতো আরোহী ছিল। সংঘর্ষের পর দুটি গাড়িতেই আগুন ধরে যায়।

সিনালোয়া প্রদেশের অ্যাটর্নি জেনারেল সারা কুইনোনেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘দুর্ঘটনার পর ১৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় শনাক্ত করতে সময় লাগবে।’

গত বছরের আগস্টে মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছিলেন। আহত হয়েছিলেন ৩৬ জন। ওই মাসের শুরুতে পশ্চিম মেক্সিকোতে মহাসড়ক থেকে একটি বাস খাদে পড়ে গিয়ে ১৮ জন নিহত হয়েছিলেন। এছাড়া ওই বছরের জুলাই মাসে দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওক্সাকাতে বাস দুর্ঘটনায় ২৯ জন নিহত হয়েছিলেন।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মেক্সিকো,দক্ষিণ আমেরিকা,সড়ক দুর্ঘটনা,ডাবল ডেকার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close