reporterঅনলাইন ডেস্ক
  ১৬ জানুয়ারি, ২০২৪

ইরানের নোবেলজয়ী নার্গিসকে আরো ১৫ মাসের কারাদণ্ড

নার্গিস মুহাম্মদী। ছবি : ডয়চে ভেলে

গত বছর শান্তিতে নোবেল বিজয়ী ইরানি মানবাধিকারকর্মী নার্গিস মুহাম্মদীকে আরো ১৫ মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

বিভিন্ন অভিযোগে নার্গিস মোহাম্মদী এরই মধ্যে ১২ বছর কারাভোগ করেছেন। নতুন এই কারাদণ্ডের কারণে তাকে আরো ১৫ মাস বন্দি থাকতে হবে। একই সঙ্গে তার ওপর আরো বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছেন আদালত।

নার্গিস মোহাম্মদীর বিরুদ্ধে ইরানের নামে অপপ্রচার ছড়ানোর অভিযোগ আনা হয়েছে। কারাগারে থাকার সময়ই এ অপপ্রচার চালিয়েছেন বলে অভিযোগ ইরান সরকারের।

নতুন করে দেওয়া এ সাজার সমালোচনা করেছে নার্গিসের পরিবার। তারা জানিয়েছেন, ২০২১ সালের মার্চের পর থেকে এ নিয়ে নার্গিস মোহাম্মদীর বিরুদ্ধে পাঁচবার দণ্ডাদেশ দেওয়া হলো। সূত্র : সিএনএন।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নার্গিস মোহাম্মদী,নোবেল বিজয়ী,ইরান
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close