reporterঅনলাইন ডেস্ক
  ২৮ সেপ্টেম্বর, ২০২২

ফ্লোরিডার দিকে ধেয়ে আসছে প্রলয়ংকারী ঘূর্ণিঝড় ইয়ান

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দিকে ধেয়ে আসছে মহাশক্তিশালী হারিকেন ইয়ান। স্থানীয় সময় বুধবার (২৮ সেপ্টেম্বর) রাতে আঘাত হানবে ক্যাটাগরি-৪-এর এ সামুদ্রিক ঝড়টি। গণমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ঝড়ের প্রভাবে তীব্র গতির ঝড়ো বাতাস ও জলোচ্ছ্বাস হতে পারে। তাই ফ্লোরিডার সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে অবস্থান করতে বলা হয়েছে।

ফ্লোরিডার গভর্নর রন ডিসান্তিস সতর্কতা দিয়ে বলেছেন, আজ ফ্লোরিডার জন্য ‘খারাপ, খারাপ, খুবই খারাপ দিন’।

বর্তমানে ঝড়টির ২৫০ কি.মি প্রতি ঘণ্টায় এগিয়ে আসছে। যা একটি ক্যাটাগরি-৫-এর ঝড়ের সমান।

গত ৩০ বছরের মধ্যে মাত্র দুটি ক্যাটাগরি-৫ সামুদ্রিক ঝড় যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে।

সূত্র : বিবিসি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফ্লোরিডা,প্রলয়ংকারী ঘূর্ণিঝড়,ইয়ান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close