reporterঅনলাইন ডেস্ক
  ০৮ ফেব্রুয়ারি, ২০২২

করোনায় বিশ্বে মৃত্যু বেড়েছে

করোনাভাইরাসে বিশ্বে গত একদিনে সাত হাজার ৯১৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে শনাক্ত হয়েছে ১৭ লাখ ৬৬ হাজার ৫১৭ জন। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকালে ওয়ার্ল্ডওমিটার এ তথ্য জানায়।

গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে দেড় হাজারের বেশি। তবে শনাক্ত কমেছে প্রায় ৯০ হাজার।

বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৭ লাখ ৬৭ হাজার ৯৬৬ জনে। আর এ পর্যন্ত শনাক্ত হয়েছে ৩৯ কোটি ৭৯ লাখ ৩ হাজার ৬২৫ জন।

গত একদিনে বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে রাশিয়ায়। মৃত্যুর দিক থেকে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপরই রাশিয়া, ব্রাজিল ও ফ্রান্সে সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মৃত্যু,করোনা,বিশ্ব,সংক্রমণ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close