reporterঅনলাইন ডেস্ক
  ২৬ জানুয়ারি, ২০২২

জোনাথানের বয়স ১৯০ বছর!

জোনাথান। বিশ্বে সবচেয়ে বেশি বয়স্ক কচ্ছপ। সেন্ট হেলেনা দ্বীপে বাস করা ক্চ্ছপটির বয়স হয়েছে ১৯০ বছর। ধারণা করা হয় ১৮৩২ সালে জোনাথানের জন্ম।

গিনেস বুকে সবচেয়ে বেশি সময় বেঁচে থাকার রেকর্ড গড়েছে ১৯০ বছর বেচে থাকা জোনাথান।

প্রায় ২০০ বছর বয়স হলেও জোনাথানের মধ্যে পড়েনি বয়সের ছাপ। তাকে খুব একটা ক্লান্তও মনে হয় না। জোনাথান এখনো ঠিক মতো খাবার গ্রহণ করতে পারে। তাছাড়া সঙ্গিনীদের সঙ্গেও সময় কাটায় সে। খাওয়া, ঘুমানো ও সঙ্গিনীদের সাথে ঘুরে বেড়ানোই জোনাথানের কাজ।

জানা যায়, সিচেলেস থেকে ১৮৮২ সালে জোনাথানকে সেন্ট হেলেনা দ্বীপে আনা হয়। পরবর্তীতে গভর্নর হওয়া স্যার উইলিয়াম গ্রে-উইলসন উপহার হিসেবে পান কচ্ছপটিকে।

জোনাথান এখন পর্যন্ত ৩২ জন গভর্নরের পালাবদল দেখেছেন।স্যার উইলিয়াম গ্রে-উইলসনের পর আরো ৩১ জন গভর্নরকে আসতে যেতে দেখেছে ১৯০ বছরের জোনাথান।

অফিসিয়ালি জোনাথানের বয়স ১৯০ ধরা হলেও অনেকের ধারণা ও বিশ্বাস কচ্ছপটির বয়স ২০০ পার হয়ে গেছে। কারণ জোনাথানের জন্ম কখন হয়েছিল নিশ্চিত করে এ বিষয়টি নিয়ে কোনো তথ্য কেউ দিতে পারেনা। ঠিক কত বছর বয়সে জোনাথান সেন্ট হেলেনা দ্বীপে এসেছিল তাও সবার কাছে অজানা।

সূত্র : সিএনএন

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গিনেস রেকর্ড
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close