reporterঅনলাইন ডেস্ক
  ১২ জানুয়ারি, ২০২২

সৌদির রাস্তায় সাম্বা নাচলেন তরুণী!

ছবি : সংগৃহীত

সৌদি আরবের ব্যস্ত সড়কে সাম্বা নাচলেন এক ব্রাজিলীয় নারী। এই নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে গত রবিবার এ নিয়ে তদন্ত শুরু হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, সৌদি আরবের দক্ষিণ–পশ্চিমাঞ্চলের জাজানের প্রধান সড়কে তিন বিদেশি শিল্পী নাচছেন। এই দলের মধ্যে একজন নারীও ছিলেন। ব্রাজিলের ঐতিহ্যবাহী পোশাক পরেছিলেন তিনি। জাজান উইন্টার ফেস্টিভ্যালে অংশ নিয়েছিলেন তিনি।

এ ঘটনার পর সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনে সাম্বা নৃত্যের ভিডিও প্রচার করা হয়েছে। তবে তা ব্লার করে দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে জাজানের বাসিন্দা মোহাম্মদ আল-বাজাউই বলেন, জাজানের এই অনুষ্ঠান বিনোদনের জন্য। এটা সামাজিক নীতিনৈতিকতা কিংবা ধর্মের বিরুদ্ধে আঘাত নয়।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেছেন অনেকে। অবশ্য, এ নৃত্যের পক্ষে অবস্থান নিয়েছেন। সৌদি আরবের এক টুইটার ব্যবহারকারী আহমাদ আল-সানেহ বলেন, ওই নারী যে পোশাকে নৃত্য পরিবেশন করেছেন, তা অশোভন নয়!

প্রসঙ্গত, সৌদি আরবে এখনো নারীরা বোরকা পরে রাস্তায় বের হন। ফলে এমন ঘটনায় সেখানে ক্ষোভ দেখা দিয়েছে। এরপর জাজানের গভর্নর প্রিন্স মোহাম্মদ বিন নাসের এ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন এবং এ ধরনের ঘটনা ঠেকাতে যথাযথ পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি। সূত্র: এএফপি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সৌদি আরব,সাম্বা,নাচ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close