reporterঅনলাইন ডেস্ক
  ১৩ অক্টোবর, ২০২১

মুস্তফা (স.) পুরস্কার বিজয়ী ৫ বিজ্ঞানী, আছেন বাংলাদেশিও

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের বিজ্ঞানী জাহিদ হাসানসহ পাঁচ বিজ্ঞানী মুস্তফা (স.) পুরস্কার বিজয়ীর তালিকা প্রকাশ করেছে। ইরানের মুস্তফা (স.) ফাউন্ডেশনে এ পাঁচ বিজ্ঞানীর নাম ঘোষণা করছে। এটি চতুর্থ মুস্তফা (স.) পুরস্কার। এ  ফাউন্ডেশন প্রতি  দুই বছর পর বিশ্বের শ্রেষ্ঠ মুসলিম বিজ্ঞানী ও গবেষকদের জন্য পুরস্কৃার ঘোষণা করে থাকে। এ খবর প্রকাশ করেছে রেডিও তেহরানের অনলাইন সংস্করণ।
সূত্রমতে, শ্রেষ্ঠ প্রবাসী মুসলিম বিজ্ঞানী হিসেবে এবার যৌথভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশের পদার্থবিজ্ঞানী ড. এম জাহিদ হাসান ও ইরানের বিজ্ঞানী কামরান ওয়াফা। বাংলাদেশের জাহিদ হাসান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন। ইরানের কামরান ওয়াফা অধ্যাপনা করছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে।
জানাযায়, এবার স্বদেশে বসবাসকারী শ্রেষ্ঠ মুসলিম বিজ্ঞানী হিসেবে যৌথভাবে বিজয়ী হয়েছেন মরক্কোর ইয়াহিয়া তিয়ালাতি, লেবাননের মুহাম্মাদ সানেগ ও পাকিস্তানের মুহাম্মাদ ইকবাল চৌধুরী।
প্রসঙ্গত, এর আগে আরও তিন দফায় নয় জন শ্রেষ্ঠ মুসলিম বিজ্ঞানীকে পুরস্কার দেওয়া হয়েছে। তারা ছিলেন ইরান, সিঙ্গাপুর, তুরস্ক ও জর্ডানের নাগরিক। 

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মুস্তফা (স.) পুরস্কার বিজয়ী বংলাদেশী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close