নিজস্ব প্রতিবেদক

  ০৫ মার্চ, ২০২৪

শিল্পকলায় শুরু হচ্ছে জাতীয় মিষ্টি উৎসব 

দেশের অঞ্চলভিত্তিক ঐতিহ্যবাহী মিষ্টি নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শুরু হচ্ছে ‘প্রথম জাতীয় মিষ্টি উৎসব ২০২৪’। মঙ্গলবার সকাল ১১টায় উদ্বোধন হবে এ আযোজনের। দেশের বিভিন্ন অঞ্চল ভিত্তিক ঐতিহ্যবাহী মিষ্টি নিয়ে প্রথমবারের মতো অনুষ্টিত হতে যাচ্ছে এ মেলা। ৫ দিনব্যাপী মেলা চলবে ১০ মার্চ পর্যন্ত।

খাদ্য সংস্কৃতি হিসেবে দেশের ঐতিহ্যবাহী মিষ্টিগুলোকে সকলের সাথে পরিচয় করিয়ে দিতেই বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভিন্নধর্মী এ আয়োজন। এতে অংশ নেবেন দেশের প্রত্যন্ত এলাকা থেকে আগত মিষ্টি কারিগররা। ৬৪ জেলা থেকে ৬৪ এর অধিক মিষ্টি স্টল নিয়ে একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে বসবেন শিল্পীরা।

বুধবার মিষ্টি মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বরেণ্য শিল্পী হাশেম খান,উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমেদ, সভাপতিত্ব করবেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

প্রসঙ্গত, মিষ্টি মেলা প্রতিদিন বিকাল ৩ টা থেকে চলবে রাত ৯ টা পর্যন্ত। প্রতিদিন বিকেল ৫টায় থাকবে লোক-সাংস্কৃতিক পরিবেশনা। আয়োজনটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close