reporterঅনলাইন ডেস্ক
  ০৫ ফেব্রুয়ারি, ২০২৪

চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’-এ নতুন চমক

পশ্চিমবঙ্গের নির্মাতা সৃজিত মুখার্জির নতুন সিনেমা ‘পদাতিক’-এ অভিনয় করেছেন গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী। তবে এটা পুরনো খবর। নতুন খবর হলো সিনেমায় থাকছে চমক, আর সেটা জানিয়েছেন খোদ চঞ্চল চৌধুরী।

কি সেই চমক? ‘পদাতিক’-এ শোনা যাবে প্রয়াত পরিচালক সত্যজিৎ রায়ের কণ্ঠ! এটা কীভাবে সম্ভব? এনটাই জানিয়েছে হিন্দুস্থান টাইম।

মৃণাল সেনের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে মুক্তি পেতে চলেছে এই সিনেমা। কালজয়ী পরিচালককে শ্রদ্ধার্ঘ্য জানাতে ছবিটি বানিয়েছেন সৃজিত। এখানে মৃণাল সেনের চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে।

এ ছবিতে জিতু কমল থাকছেন সত্যজিতের চরিত্রে। এর আগেও অনীক দত্তের ‘অপরাজিত’ ছবিতে সত্যজিতের চরিত্রে দেখা গেছে জিতু কমলকে।

জানা গেছে, ‘পদাতিক’ এর ডাবিংয়ে নির্মাতা সৃজিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই প্রযুক্তি) ব্যবহার করছেন।

তথাকথিতভাবে ডাবিং না করে, সৃজিত ব্যবহার করছেন এআই প্রযুক্তি, যাতে সত্যজিৎ রায়ের কণ্ঠের নমুনা দিয়ে করা হয়েছে কাজটি।

দিন কয়েক আগেই সংগীত পরিচালক এ আর রাহমান রজনীকান্তের সিনেমায় ব্যবহার করেছিলেন প্রয়াত গায়ক বাম্বা ব্যাঙ্ক্যা ও শাহুল হামিদের কণ্ঠ, যা হইচই ফেলে দিয়েছিল।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close