reporterঅনলাইন ডেস্ক
  ০৪ আগস্ট, ২০২২

লাল গালিচায় রূপের ঝলক দেখালেন ঐশী

ছবি: সংগৃহীত

কালো রঙের স্লিভলেস গাউন, রয়্যাল হেয়ার স্টাইল, গলায় স্বর্ণের ওপর কালো পাথর বসানো হার, কানে ছোট্ট দুল, হাতে লং আর্ম হ্যান্ড স্লিভস; মোটের ওপর এভাবেই নিজেকে সাজিয়েছেন ঐশী। তাকে দেখে মুগ্ধতায় ভেসে যাচ্ছেন ভক্তরা।

মন্তব্যের ঘরে চোখ রাখলেই টের পাওয়া যায়, ঐশীর রূপের আগুনে ঝলসে গেছে হাজারো ভক্ত। কেউ লিখেছেন, ‘আপনিই একমাত্র বাংলাদেশি অভিনেত্রী, যার সৌন্দর্য, মান, অর্জন সবই আছে’; কেউ আবার তাকে তুলনা করেছেন মেরিলিন মনরোর সঙ্গে।

ছবিগুলো প্রসঙ্গে কথা হয় ঐশীর সঙ্গে। তিনি জানালেন, এগুলো তোলা হয়েছে গত শুক্রবার (২৯ জুলাই) রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে। সেদিন এলিগেন্ট মেকওভারের একটি জমকালো আয়োজনে অংশ নিয়েছিলেন তিনি। অনুষ্ঠানটির নাম ‘লয়্যালিটি ইজ রয়্যালিটি’। দ্বিতীয়বারের মতো এটি আয়োজিত হয়েছে।

ঐশী বলেন, ‘এই আয়োজনে গত বছরও আমি আমন্ত্রিত ছিলাম। এখানে ফ্যাশন শো, সাংস্কৃতিক আয়োজনসহ বিভিন্ন সেগমেন্ট রয়েছে। এবার আমি ছাড়াও ছিলেন আরিফিন শুভ, তাহসান খান, সাদিয়া ইসলাম মৌসহ আরও অনেকে।’

ছবির আলাপ শেষ হতেই উঠল সিনেমার প্রসঙ্গ। সম্প্রতি তার অভিনীত ‘নূর’ সিনেমাটি সেন্সরে জমা পড়েছিল। তবে কাজ পুরোপুরি সম্পন্ন না হওয়ার কারণে ছাড়পত্র দেয়নি সেন্সর বোর্ড। এ বিষয়ে ঐশী বললেন, ‘আসলে আমি জানতামও না যে, সিনেমাটি সেন্সরে জমা দেওয়া হয়েছে। আটকে যাওয়ার পর যখন বিভিন্ন খবর প্রকাশিত হলো, তখন বিষয়টা জানলাম। এটা সত্যি যে, সেন্সরে আটকে যাওয়ার খবরটি শুনে খারাপ লেগেছে। তবে রায়হান রাফী (নির্মাতা) ভাইয়া বলেছেন, শিগগিরই কাজ শেষ করে পুনরায় জমা দেবেন।’

ঐশী আরও জানালেন, কিছুদিনের মধ্যেই ভক্তদের জন্য সুখবর দেবেন। নতুন সিনেমায় যুক্ত হচ্ছেন তিনি। চূড়ান্ত আলাপ শেষে এখন চুক্তিবদ্ধ হওয়া বাকি। তবে এখনই সিনেমার নাম বা বিস্তারিত তথ্য দেওয়ার সুযোগ নেই। তাই আরও কিছুদিন অপেক্ষা করতে বলেছেন সুদর্শনা এ অভিনেত্রী।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঐশী,লাল গালিচা,মেরিলিন মনরো
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close