reporterঅনলাইন ডেস্ক
  ২৮ জানুয়ারি, ২০২২

পপির অভিযোগ নিয়ে যা বললেন মুনমুন

ছবি : সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন চলছে।

ভোট দিতে এসেছেন একসময়ের জনপ্রিয় নায়িকা মুনমুন। ভোট দেয়ার আগে তিনি মুখোমুখি হন সাংবাদিকদের। জানালেন, প্রায় দুই বছর পর তিনি এফডিসিতে এসেছেন।

নির্বাচন নিয়ে মুনমুন বলেন, ‘নির্বাচনে আমরা কাউকে সমর্থন দেব, কাউকে দেব না। কিন্তু দিনশেষে আমরা সবাই এক। চলচ্চিত্রে সবাই এক পরিবার। আমি চাই, আমাদের মধ্যে একতা থাকুক। একজনের পেছনে আরেকজন যেন লেগে না থাকি।’

দীর্ঘদিন ধরেই সিনেমা থেকে দূরে রয়েছেন মুনমুন। এ প্রসঙ্গে ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমরা তো যা করার, করেই এসেছি। একটানা অনেকদিন কাজ করেছি না? ওটাই আমার জীবনের অর্জন। সারাজীবন যে কাজ করেই যেতে হবে, এমন তো কথা নেই।’

আগামীতেও সিনেমায় কাজ করার পরিকল্পনা নেই মুনমুনের। জানালেন, নিজের জীবন নিয়েই ব্যস্ত থাকতে চান তিনি। আলাপের এক পর্যায়ে আসে চিত্রনায়িকা পপির কথাও।

এ বিষয়ে জানতে চাইলে মুনমুন বলেন, ‘ওর ভিডিওটা আমি দেখেছি। দেখার পর আমি এতো কষ্ট পেয়েছি যে, খাওয়াদাওয়া করতে পারিনি। তার জীবন, আমার জীবন ভিন্ন কিছু না। সে একজন নায়িকা, আমিও নায়িকা ছিলাম। আমি মনে করি, সে বিষয়টা সামনে এনে ভালো করেছে। এর মাধ্যমে সবাই জেনেছে।’

এরপর পপিকে নিশ্চিন্তে এফডিসিতে এসে ভোট দেয়ার আহ্বানও জানান মুনমুন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পপি,মুনমুন,নির্বাচন,এফডিসি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close