reporterঅনলাইন ডেস্ক
  ২৩ ফেব্রুয়ারি, ২০২১

ফেসবুক লাইভে এসে নাসিরের গোপন কথা ফাঁস করলেন সুবাহ (ভিডিও)

ক্রিকেটার নাসির হোসেন বিয়ে করেছেন তামিমা সুলতানা তাম্মি নামে বিমানের এক কেবিন ক্রকে। এ নিয়ে দেশজুড়ে চলছে নানা সমালোচনা। নাসিরের সাবেক প্রেমিকারাও নড়েচেড়ে বসেছে। 

আমি নাসির ও তার বউ তামিমাকে নিয়ে কিছু কথা বলতে চাই। টিভিতে, খবরের কাগজে যখনই নাসির আর ওই ফালতু মেয়ে তামিমার কথা আসতেছে, তখনই আমার নামটা আসতেছে! ওই মেয়েটা আমার ফেসবুকে ফ্রেন্ড ছিলো। তাদের সম্পর্কে আমি ‘এ’ টু ‘জেট’ জানি। এটাও জানি, নাসিরের সাথে ওর আগে থেকেই অবৈধ সম্পর্ক ছিলো। নবদম্পতি নাসির-তামিমাকে নিয়ে চলমান আলোচনায় ফেসবুক লাইভে এসে এভাবেই কথাগুলো বলেছেন মডেল ও অভিনেত্রী হুমাইরাহ সুবাহ।

তিনি বলেন, 'নাসিরের সাথে যখন আমার ব্রেকআপ হয়, তখন থেকেই ওই মেয়ের সাথে নাসিরের সম্পর্ক ছিলো। শুধু তামিমা না, এমন অনেক মেয়ের সঙ্গেই নাসিরের অবৈধ সম্পর্ক ছিলো। নাসির ৮০-৯০টা মেয়ের জীবন নষ্ট করেছে। আমি এটাই বুঝলাম না, এত ভালো ভালো মেয়ের সাথে প্রেম করে, এত ভালো মেয়েদের জীবন নষ্ট করে তার লাইফে আজ একটা নষ্টা মেয়ে জুটেছে।'

সাবেক প্রেমিক প্রসঙ্গে সুবাহ জানান, 'আমি বুঝতে পারিনি নাসির এতটা নিচু, এতটা খারাপ। নাসির যে এত দুশ্চরিত্রের অধিকারী সেটা আমি কখনোই কল্পনা করতে পারিনি। আমি ভেবেছিলাম আমার সাথে ব্রেকাপের পর সে ভালো হয়ে গিয়েছে, খেলায় মন দিয়েছে। রুবেল ভাইয়ের মতো ইসলামিক মাইন্ডের একটা মেয়েকে বিয়ে করবে। কিন্তু না, সে তো ঠিক হয়নি। উল্টা এতটাই নষ্ট চরিত্রের একটা মেয়েকে বিয়ে করেছে যেটা অবিশ্বাসযোগ্য। তাকে নিয়ে সে লাইভে এসে নাচানাচি, গান গাওয়াসহ কত নষ্টামী করেছে। তারা চায় আমাকে জেলাস বানাতে। কিন্তু যে ছেলে আমার লাইফ নষ্ট করেছে তার জন্য আমার ফিলিংস কাজ করবে?'


আরও পড়ুন : ‘৩০-৩২টা মেয়েকে ছেড়ে আমাকে চায়, আমি একটা স্বামীকে ছাড়তে পারবো না’


নাসিরের স্ত্রী তামিমা প্রসঙ্গে এই অভিনেত্রীর ভাষ্য, 'আমি তামিমাকে নিয়ে একটা কথাই বলতে চাই, সে এত নষ্ট চরিত্রের একটা মেয়ে যে নিজের মেয়েকে ফেলে এসে টাকার জন্য ক্রিকেটার নাসিরকে বিয়ে করেছে। যে মহিলা তার প্রথম সন্তানকে রাস্তায় ফেলে এসে টাকার জন্য একজনকে বিয়ে করে সে কখনো কাউকে ভালোবাসতে পারে না। আমি অনেক পতিতাকেও দেখেছি, যারা নিজের বাচ্চার পেটে ভাত দেয়ার জন্য পতিতাবৃত্তিতে নেমেছে। তামিমাকে রাস্তায় যেখানে দেখবেন সেখানেই জুতা দিয়ে পিটাবেন। মাথা ন্যাড়া করে কালি দিয়ে সারা বাংলাদেশ ঘুরাবেন।'


আরও পড়ুন : নাসির বিয়ে করেছে ও মজায় আছে, বয়ফ্রেন্ড নিয়ে আমিও মজায় আছি


প্রসঙ্গত, ২০১৮ সালে ফেসবুক লাইভে এসে নাসিরের সঙ্গে নিজের প্রেমের জানান দিয়ে আলোচনায় আসেন হুমাইরাহ সুবাহ। পরবর্তীতে তিনি মিডিয়ার কাজে মনোনিবেশ করেন। গত দুই বছর তাদের পুরনো সম্পর্ক নিয়ে আলোচনা না হলেও গেলো ভালোবাসা দিবসে নাসিরের বিয়ের পর সেই আলোচনা আবারও নতুন করে শুরু হয়। এমন পরিস্থিতিতে নাসির-তামিমা দম্পতির সঙ্গে তাকে না জড়াতে সকলের কাছে অনুরোধ জানান সুবাহ।

ভিডিও দেখুন :

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফেসবুক লাইভ,নাসির হোসেন,তামিমা,হুমায়রা সুবাহ,গোপন কথা,ফাঁস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close