জাবি প্রতিনিধি

  ১৯ মে, ২০২২

জাবির নবীন শিক্ষার্থীদের জন্য ৭ রুটে ৮ বাস চালু

ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস সোমবার (২৩ মে) থেকে শুরু হচ্ছে। এজন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা থেকে এসে ক্লাস করার সুবিধার্থে এসব শিক্ষার্থীর জন্য ৭টি রুটে ৮টি বাস চালুর উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম বর্ষের শিক্ষার্থীদের এই মুহূর্তে হলে সিট বরাদ্দ দেয়া সম্ভব হবে না বিধায় সোমবার থেকে সাময়িকভাবে বাসের ব্যবস্থা থাকবে। প্রতিদিন বিকাল সাড়ে ৩টায় জহির রায়হান অডিটোরিয়াম চত্বর থেকে ৮টি বাস মানিক মিয়া এভিনিউ, এয়ারপোর্ট, খিলগাঁও রেলগেট, উত্তরা শেওড়া ব্রিজ, মিরপুর ১২ ও ১৪ এবং চান্দুরা পর্যন্ত চলাচল করবে। একই সাথে স্থানভেদে সকাল ৬টা ৪৫ মিনিট, ৭টা ও ৭টা ১৫ মিনিটে বাসগুলো বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ছেড়ে আসবে। ডিজিটাল আইডি কার্ড না পাওয়া পর্যন্ত শিক্ষার্থীদেরকে ভর্তি নিশ্চতকরণের সময় স্বাক্ষরিত স্টুডেন্ট কপি বাসে যাতায়াতের সময় সঙ্গে রাখতে হবে। নবীন শিক্ষার্থী ব্যতীত অন্যদের জন্য এই বাসে চলাচল নিষিদ্ধ থাকবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাবি,বাস
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close