ইবি প্রতিনিধি

  ১৮ মে, ২০২২

ইউজিসি থেকে ১৫৯ কোটি টাকার বাজেট পেল ইবি

ফাইল ছবি

২০২২-২৩ অর্থবছরের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়কে (ইবি) ১৫৯ কোটি ৬৯ লাখ টাকা বাজেট অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

জানা যায়, চলতি ২০২২-২৩ অর্থবছরে ৫১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ১০ হাজার ৪৪৪ কোটি ৪ লাখ টাকা। সংশোধিত বাজেটে বরাদ্দের পরিমাণ ছিল ৯ হাজার ৫৭৭ কোটি ৯১ লাখ টাকা। সে হিসাবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ২০২২-২৩ অর্থবছরে বরাদ্দ বেড়েছে ৯৩৭ কোটি ৮০ লাখ টাকা। যার মধ্যে ২০২২-২৩ অর্থবছরে ইসলামী বিশ্ববিদ্যালয় বাজেট পেয়েছে ১৫৯ কোটি ৬৯ লাখ টাকা।

বাজেট বিশ্লেষণে দেখা যায়, গতবারের তুলনায় এবার ইউজিসি থেকে বাজেটের আকার বেড়েছে। ২০২১-২২ অর্থবছরে ইবির জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মূল বাজেট ছিল ১৪৭ কোটি ৪ লাখ টাকা। যা এবারের বাজেটে ১২ কোটি ৬৫ লাখ টাকা বেড়েছে।

এর মধ্যে সবচেয়ে বেশি রাজস্ব বাজেট পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সবচেয়ে কম বাজেট পেয়েছে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইউজিসি,বাজেট,ইবি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close