জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

  ২৬ জানুয়ারি, ২০২২

সিনিয়রকে থাপ্পড়, জাবির দুই ছাত্রী বহিষ্কার

ছবি : সংগৃহীত

সিনিয়র ছাত্রকে “থাপ্পড়” মারার ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে সিন্ডিকেট। মঙ্গলবার রাতে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয়।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- সুমাইয়া বিনতে ইকরাম ও আনিকা তাবাসসুম মিন। তারা দুজনই বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী। এর মধ্যে সুমাইয়া বিনতে ইকরামকে এক বছর ও আনিকা তাবাসসুম মিমকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ জানান, সিনিয়র শিক্ষার্থীকে লাঞ্ছিত করায় সুমাইয়া বিনতে ইকরামকে এবং গালিগালাজ ও মিথ্যা সাক্ষ্য দেয়ায় আনিকা তাবাচ্ছুম মিমকে বহিষ্কার করা হয়েছে।

গত সোমবার বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় সরকার ও রাজনীতি বিভাগের এক শিক্ষার্থীকে তুচ্ছ ঘটনায় থাপ্পড় দেওয়ার অভিযোগ ওঠে বহিষ্কৃত সুমাইয়া বিনতে ইকরামের বিরুদ্ধে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাবি,ছাত্রী,সিনিয়র ছাত্র,থাপ্পড়,বহিষ্কার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close