reporterঅনলাইন ডেস্ক
  ২৫ জানুয়ারি, ২০২২

শাবিপ্রবি উপাচার্যের বাসভবনে বিদ্যুৎ-সংযোগ ফিরিয়ে দিলেন শিক্ষার্থীরা

উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের বাসভবন। ছবি : সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদের বাসভবনের বিদ্যুৎ সংযোগ চালু করে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সোমবার (২৪ জানুয়ারি) রাত ১২টার দিকে বিদ্যুৎ সংযোগ চালু করে দেওয়া হয়।

আন্দোলনকারী শিক্ষার্থী উমর ফারুক জানান, বাসায় রোগীরা সমস্যায় পড়েছেন জানিয়ে কর্মচারীরা আমাদের কাছে বিদ্যুৎ সংযোগ সচল করে দেওয়ার অনুরোধ করেন। তাদের অনুরোধে বিদ্যুৎ সংযোগ সচল করে দিয়েছি।

বিদ্যুৎ সংযোগ চালুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের।

এর আগে রবিবার রাত পৌনে ৮টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা ওই বাসভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শাবিপ্রবি,বিদ্যুৎ,উপাচার্য
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close