জাবি প্রতিনিধি

  ২৪ সেপ্টেম্বর, ২০১৯

জাবিতে ‘এ’ ও ‘এইচ’ ইউনিটের ফল প্রকাশিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিট (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ) ও ‘এইচ’ ইউনিটের (ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি) ফলাফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার দুপুর সোয়া ১টার বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষাবিষয়ক ওয়েবসাইটে (ju-admission.org) এই দুই ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়।

গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ডিন অধ্যাপক অজিত কুমার মজুমদার জানান, ‘এ’ ইউনিটে ছাত্রদের ২৩৫টি এবং ছাত্রীদের আসন রয়েছে ১৭৫টি। এ ইউনিটে আসন সংখ্যার ১০ গুণ শিক্ষার্থীর ফলাফল প্রকাশ করা হয়েছে।

ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির পরিচালক মেসবাহউদ্দিন সরকার জানান, ‘এইচ’ ইউনিটে ছাত্র-ছাত্রীদের ২৮টি করে আসন রয়েছে। এইচ ইউনিটেও আসন সংখ্যার ১০ গুণ শিক্ষার্থীর ফলাফল প্রকাশ করা হয়েছে।

এদিকে মঙ্গলবার সকাল ৯টায় ‘ডি’ ইউনিটের (জীব বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। মোট ১০টি শিফটে আগামীকাল ২টা ৫০ মিনিটে এই ইউনিটের পরীক্ষা শেষ হবে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাবি,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়,ভর্তি পরীক্ষা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close