reporterঅনলাইন ডেস্ক
  ২২ নভেম্বর, ২০১৮

বিএসটিআই ওয়ান স্টপ সার্ভিস সেন্টার শনিবারও খোলা থাকবে

বাংলাদেশ স্টান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ওয়ান স্টপ সার্ভিস সেন্টার শনিবার ছুটির দিনেও খোলা থাকবে। আগামী ১ ডিসেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ের সামনে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার অবস্থিত। এই সেন্টারে গ্রাহকরা চিঠি, আবেদন পত্র, নমুনা ও ফিস জমা দিতে পারেন। আবার সনদ নিতেও পারেন এখান থেকে। সংস্থাটির দাবি প্রতিদিন বিভিন্ন সেবা নিতে ১০০ থেকে ১৫০ জন গ্রাহক আসেন এই সেন্টারে।

সম্প্রতি বিএসটিআইয়ের মহাপরিচালক এ কে এম শামসুল আরেফীন ওয়ান স্টপ সার্ভিস সেন্টার পরিদর্শন করেন। ওই সময় সেন্টারে উপস্থিত গ্রাহকদের অনুরোধের প্রেক্ষিতে তিনি এ সিদ্ধান্ত নেন বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পরিদর্শনের সময় মহাপরিচালক এ কে এম শামসুল আরেফীন সেবা পেতে কোনো হয়রানি হয় কি-না, আর কি কি করলে বিএসটিআইর সেবা আরও গতিশীল হবে এসব বিষয়ে গ্রাহকদের মতামত নেন। এসময় কয়েকজন গ্রাহক সেবা পেতে বেশি সময় লাগে বলে জানান। তার প্রেক্ষিতে মহাপরিচালক দ্রুত সেবা দেওয়ার জন্য সংশ্নিষ্টদের নির্দেশনা দেন।

এ সময় সংস্থাটির পরিচালক (প্রশাসন) খলিলুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিএসটিআই,শনিবার খোলা থাকবে,ওয়ান স্টপ সার্ভিস সেন্টার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close