নিজস্ব প্রতিবেদক

  ০৭ জানুয়ারি, ২০১৯

পুঁজিবাজারে বেড়েই চলেছে লেনদেন

বছরের প্রথম কার্যদিবস থেকেই পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকায় প্রতিদিনই লেনদেন বাড়ছে। তারই ধারাবাহিকতায় ৪র্থ কার্যদিবসে এবং সপ্তাহের প্রথম দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল রোববার মূল্য সূচকের ব্যাপক উত্থানের সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। গতকাল ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে হাজার কোটি টাকা। সর্বশেষ লেনদেন শেষে পরিমাণ দাড়িয়েছে ১ হাজার ২৬ কোটি ৭৬ লাখ ৭৬ হাজার টাকায়। যা ডিএসইতে সাড়ে ৩ মাস বা ৭৫ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ। সর্বশেষ এর চেয়ে বেশি লেনদেন হয়েছিল ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর। ওইদিন ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৬৪ কোটি টাকা। বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৮৭ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৯৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৭৪ পয়েন্টে। গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। ডিএসইতে ৩৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ৭৭ শতাংশ বা ২৬৫টির, কমেছে ১৮ শতাংশ বা ৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫ শতাংশ বা ১৯টির।

অপরদিকে গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৪৪০ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৯৮টির, কমেছে ৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close