নিজস্ব প্রতিবেদক

  ০৩ মে, ২০১৮

ইউএসএআইডির ৬৯ প্রকল্পে ভ্যাট অব্যাহতি

বাংলাদেশে ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) অর্থায়নে পরিচালিত নতুন ৯টিসহ ৬৯টি প্রকল্পের পণ্য সরবরাহ বা সেবা গ্রহণের ক্ষেত্রে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের মূসক শাখার প্রথম সচিব (মূসক অব্যাহতি) হাছান মুহম্মদ তারেকের স্বাক্ষর করা প্রজ্ঞাপনে ওই সুবিধার কথা বলা হয়েছে। ওই প্রজ্ঞাপন ১০ এপ্রিল থেকে কার্যকর হবে। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে কৃষি মন্ত্রণালয়ের ৩টি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১৪টি, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ২টি, খাদ্য মন্ত্রণালয়ের ৪টি, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ১টি, শ্রম মন্ত্রণালয়ের ৩টি, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ৩টি, পরিবেশ মন্ত্রণালয়ের ২টি, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের ১টি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২টি, তথ্য মন্ত্রণালয়ের ২টি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ২টি, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের ১টি, বিএসটিআইয়ের ১টি, আইন মন্ত্রণালয়ের ১টি, বাণিজ্য মন্ত্রণালয়ের ১টি এবং অন্যান্য ২টি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist