নিজস্ব প্রতিবেদক

  ২৬ ফেব্রুয়ারি, ২০১৮

পুঁজিবাজারে বড় ধরনের দরপতন

সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল রোববার বড় ধরনের দরপতনের মধ্য দিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৭৫ পয়েন্ট। অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১৫৩ পয়েন্ট। এদিনও সূচকের পাশাপাশি কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও বাজার মূলধন। এর ফলে টানা ছয় কার্যদিবস দেশের উভয় বাজারে দরপতন হলো। ডিএসইর তথ্যমতে, এদিন বাজারে ৮ কোটি ৪২ লাখ ৬ হাজার ৯টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৩৮৪ কোটি ৪ লাখ ২১ হাজার টাকা। এর আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ২৮৯ কোটি ৬৬ লাখ ৫৬ হাজার টাকা। তার আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৩৯১ কোটি ৪৩ লাখ ৪ হাজার টাকা। ডিএসইর তিন সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৭৪ দশমিক ৮৫ পয়েন্ট কমে ৫ হাজার ৮৩২ পয়েন্টে দাঁড়িয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist