রেবেকা ইসলাম

  ১৯ জুন, ২০২০

প্রকৃতি ও নারী

বৃষ্টিতে পুরো রাতটাই ভিজে চুপসে গেল

ছলকে হারিয়ে গেল নবনীর চাঁদ,

ভেজা শরীরের আগুন রূপে পাগল হয়ে গেল

গাঁয়ের একমাত্র নদীর যৌবনসিঁড়ি

পোয়াতি নদীর গর্ভ যেন ফুলে ফেঁপে উঠেছে

ফুঁসেও উঠছে ক্রমাগত, বারবার

তীর ভাঙার চলছে মুহুর্মুহু মনমাতানো খেলা

এক অবিশ্বাস্য গতিময়তা, উল্লম্ফন,

ওদিকে ভোরের সাথী শুকতারাকে

দুচোখ ডুবিয়ে দেখার ইচ্ছেপূরণঘর

আজকেও শূন্য থাকায়

কেঁদে ফেলে বাঁধনহারা মেয়েটা,

সর্ষেবাটার গন্ধমাখা বুকের আঁচল ফেলে

বকুলতলায় এলিয়ে যায় বাদামি শরীর,

ভোরের ধূসর ফিকে আলো লেপ্টে থাকে

ওর দুহাতের মুঠোয়, খোলা পিঠে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close