বিজ্ঞান ডেস্ক

  ০২ জুলাই, ২০১৭

সাইবার নিরাপত্তার ‘টিকা’

বিশ্বে সাইবার হামলায় কম্পিউটার জগৎ তটস্থ। এ বিপদ মোকাবিলায় প্রযুক্তি বিশেষজ্ঞদের চেষ্টার অন্ত নেই। সম্প্রতি তারা কম্পিউটার ব্যবস্থাকে সীমিত পরিসরে সুরক্ষিত রাখার জন্য একটি প্রতিষেধক বা ‘টিকা’ উদ্ভাবন করেছেন। গত মঙ্গলবারের সাইবার হামলায় বহু প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষজ্ঞদের নতুন সুরক্ষাব্যবস্থা অনুযায়ী কেবল একটি ফাইল প্রস্তুত করলেই এ রকম বড় ধরনের হামলা আটকানো যাবে। তবে তারা ছড়িয়ে পড়া কথিত র‌্যানজমওয়্যার ভাইরাস নিষ্ক্রিয় করার উপায় বের করতে পারেননি। শুধু সম্ভাব্য কোনো সাইবার হামলা সম্পর্কে যারা আগে থেকে আন্দাজ করতে পারেন। নতুন সুরক্ষাব্যবস্থাটি কেবল তাদের জন্য সীমিত পর্যায়ে কার্যকর হতে পারে। এ ক্ষেত্রে তাদের সুনির্দিষ্ট একটি ‘রিড-অনলি’ ফাইল বানিয়ে কম্পিউটারের সি ড্রাইভে রাখতে হবে। সাইবার নিরাপত্তা ওয়েবসাইট ব্লিপিং কম্পিউটার এই ‘টিকা’ ব্যবহারের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে। আর অন্য বিশেষজ্ঞরাও এ বিষয়ে সমর্থন দিয়েছেন। অবশ্য এ পদ্ধতি কেবল ব্যক্তিগত কম্পিউটারকে কার্যকর সুরক্ষা দিতে পারে। তাই একটা র‌্যানজমওয়্যার হামলা পুরোপুরি নিষ্ক্রিয় করার পথ খুঁজে পেতে বিশেষজ্ঞদের প্রয়াস এখনো চালু আছে। কম্পিউটারবিজ্ঞানী অধ্যাপক অ্যালান উডওয়ার্ড বলেন, নতুন ব্যবস্থাটি একটি যন্ত্রকে ভাইরাসের আক্রমণ থেকে বাঁচাতে পারলেও যন্ত্রটিকে ওই ভাইরাস বিস্তারের কাজ থেকে বিরত করতে পারে না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist