কুমিল্লা প্রতিনিধি

  ২০ জানুয়ারি, ২০১৭

কুবি শিক্ষকের বাসায় দুর্বৃত্তের হামলা

প্রতিবাদে ক্লাস বর্জন শিক্ষক সমিতির

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ তারিক হোসেনের বাসায় মুঁখোশ পরিহিত দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার দিনভর ক্লাস বর্জন করে কুবির শিক্ষক সমিতি। গত বুধবার ভোরে কুবির অদূরে সালমানপুর এলাকায় জাদুঘরের পেছনে ওই শিক্ষকের ভাড়াটে বাসায় বাসায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষকদের নিরাপত্তা চেয়ে বিকালে পুলিশ সুপার, সদর দক্ষিণ মডেল থানা ও স্থানীয় পুলিশ ফাঁড়িতে লিখিত আবেদন জানিয়েছে কুবির রেজিষ্ট্রার মুজিবুর রহমান মজুমদার।

কুবি সূত্রে জানা যায়, গত বুধবার ভোর রাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অদূরে সালমান পুর এলাকায় জাদুঘরের পেছনে নাজির ভিলা নামের একটি বাসার ২য় তলায় কুবির শিক্ষক তারিক হোসেনের বাসায় দরজা ভেঙ্গে ৫/৬ জন মুঁখোশধারী দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে প্রবেশ করে। দুর্বৃত্তরা কক্ষে ঢুকেই প্রথমে বিছানার চাদর দিয়ে তারিক হোসেনের হাত বেধে ফেলে। হামলার ঘটনা টের পেয়ে পাশের ফ্ল্যাট থেকে অর্থনীতি বিভাগের শিক্ষক আশিখা আক্তার ও তার শ্বশুর ছুটে এলে দুবৃর্ত্তরা আশিখা আক্তারের শ্বশুরকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। এ ঘটনার শিক্ষকদের নিরাপত্তার দাবী জানিয়ে বুধবার শিক্ষক সমিতির এক সভায় বৃহস্পতিবার ক্লাস বর্জনের ঘোষণা দেয়া হয়েছিল।

এ বিষয়ে কুবির প্রক্টর ড. কাজী কামাল উদ্দিন জানান, ‘কুবির শিক্ষকদের জন্য আবাসিক ব্যবস্থা না থাকায় বাইরে অবস্থান করার কারণে তাদেরকে চরম নিরাপত্তাহীনতায় বসবাস করতে হচ্ছে, এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে পুলিশ প্রশাসনকে লিখিতভাবে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist