সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

  ২১ ফেব্রুয়ারি, ২০২০

সুন্দরগঞ্জে ৩ দিনব্যাপী একুশে গ্রন্থমেলা শুরু

গাইবান্ধার সুন্দরগঞ্জে শুরু হয়েছে ৩ দিনব্যাপী অমর একুশে গ্রন্থমেলা। গতকাল বৃহস্পতিবার বিকালে সুন্দরগঞ্জ পৌরশহরের বঙ্গবন্ধু ম্যুরাল চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে বইমেলার উদ্বোধন করেন ইউএনও মো. সোলেমান আলী। উপজেলা প্রশাসনের সহযোগিতায় সুপ্রকাশ সাহিত্য সংসদ (সুসাস), উত্তরণ পাঠাগার ও অক্ষর এর আয়োজন করে।

অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষক আব্দুস সামাদ মিঞার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন শিউস’র প্রধান নির্বাহী ড. শফিউল ইসলাম ভূইয়া, থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ-হিল-জামান, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, উপাধ্যক্ষ নাসরীন সুলতানা রেখা, ভালোবাসি সুন্দরগঞ্জের প্রতিষ্ঠাতা রেজাউল আলম রেজা, কৃষক নেতা ছাদেকুল ইসলাম দুলাল, উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি নূরে আলম মানিক, প্রতিদিনের সংবাদ এর উপজেলা প্রতিনিধি প্রভাষক এমএ মাসুদ, সুসাস সভাপতি বিশ্বজিৎ বর্মণ, সহকারী শিক্ষক গণেশ চন্দ্র সাহা, সম্পাদক-কঙ্কন সরকার, সাংবাদিক সুদীপ্ত শামীম প্রমুখ।

মেলায় স্থান পেয়েছে প্রতিশ্রুত লেখক অলাত এহ্সানে সমালোচক নন্দিত গল্পসংকলন ‘অনভ্যাসের দিনে’ ও সাংবাদিক, নাট্যকার রিহাব মাহমুদের প্রেমের উপন্যাস ‘মনের টান’। এছাড়া সাবেক প্রধান শিক্ষক আব্দুস সামাদ মিঞার ছড়াগ্রন্থ ‘ছড়ার সোপান’, উপাধ্যক্ষ নাসরীন সুলতানা রেখার শিশুতোষ গল্পগ্রন্থ ‘প্রজাপতি ও ঘাসফড়িংয়ের গল্প’, সঞ্জয় সরকারের কাব্যগ্রন্থ ‘যেতে হবে যাই’ ও গল্পগ্রন্থ ‘পরশ পিপুল’, কথাসাহিত্যিক হাসান রোকনের উপন্যাস ‘নরকে নক্ষত্র, ক্ষুদে লেখক আল-আমিন ইসলামের শিশুতোষ গল্পগ্রন্থ ‘পান্তাচুরির গল্প’সহ দেশ-বিদেশের লেখকদের গ্রন্থ পাওয়া যাচ্ছে স্টলগুলোতে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close