ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ২১ আগস্ট, ২০১৯

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর ভরাট করে নির্মিত মার্কেট উচ্ছেদ

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর ভরাট করে নির্মাণ করা সুপার মার্কেট অপসারণে অভিযান পরিচালিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শামসুজ্জামান এবং পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী এই উচ্ছেদ অভিযান চালায়। পুলিশ ছাড়াও র‌্যাবের একটি দল উপস্থিত ছিলো অভিযান চলাকালে। এ সময় শহরের কোর্ট রোড দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। উচ্ছেদ প্রত্যক্ষ করতে শতশত সাধারন মানুষ সেখানে ভীড় জমান। কয়েক ঘন্টা ধরে চলে এই অভিযান।

জানা গেছে, শহরের কোর্ট রোড এলাকার গোলাপ রেস্ট হাউজ সংলগ্ন ওই পুকুরটি একটি প্রভাবশালী পরিবারের লোকজন গত এক মাস ধরে ভরাট করে। এরপর সেখানে মার্কেট গড়ে তোলে। কিন্তু প্রশাসন কয়েক দফা অভিযান চালিয়ে এই ভরাট ঠেকাতে ব্যর্থ হয়। পরিবেশ অধিদফতরও অসহায় হয়ে পড়ে। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েই ভরাট কাজ সম্পন্ন করা হয়। একবছর আগে পুকুর থাকা অবস্থাতেই শ্রেণি পরিবর্তন করে কাগজপত্রে ভিটে মাটি বানানো হয় পুকুরটিকে। ৭৬ শতক আয়তনের এই পুকুরটির মালিকানা নিয়েও সমস্যা রয়েছে। ভূমি রেকর্ড অনুসারে পুকুরটি দেবোত্তর সম্পত্তি বলে জানা যায়। কিন্তু বিএস রেকর্ডে পুকুরটির মালিকানা হয়ে যায় শহরের পৈরতলার বজলুর রহমানের ছেলে আনিসুর রহমান আনিস, ফারুক আহমেদ ও গোলাপ মিয়াসহ তাদের চার ভাইয়ের নামে। পরে এই পুকুর ভরাটের বিষয়টি আলোচিত হয়ে উঠে জেলা শহরে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close